বিধানসভায় মৌন থেকে মুকুল ‘জল্পনা’ বাড়ালেও, মেদিনীপুরের অনুগামীরা বললেন “বিজেপিতেই আছি”

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ৭ মে: বিধানসভায় শপথ গ্রহণ করার পরই জল্পনা বাড়িয়েছেন কৃষ্ণনগর উত্তরের নবনির্বাচিত বিধায়ক মুকুল রায়। ফলাফল ঘোষণার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তিনি নাকি ১১ জন বিধায়ক আর ২ জন সাংসদ নিয়ে তৃণমূলে ফিরছেন! এমনকি, ইতিমধ্যে তিনি নাকি তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগও করেছেন। আর, তাঁকে ঘিরে যখন জল্পনা তুঙ্গে, আশ্চর্যজনক ভাবে স্বয়ং মুকুল রায় চুপ আছেন! একবারও প্রতিবাদ করেননি। আর আজ বিধানসভায় শপথ গ্রহণের পর সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়ে বললেন, “জীবনে কিছু কিছু সময় আসে, যখন চুপ থাকতে হয়!” তারপর উপস্থিত সাংবাদিকদের এও বললেন, “আজ আমি কিছু বলবো না। যা বলার সবাইকে ডেকে বলবো।” অর্থাৎ কিছু কথা নিশ্চয়ই তাঁর বলার আছে, যা তিনি সাংবাদিক বৈঠক ডেকে বলবেন। প্রসঙ্গত, তিনি নিজে বিধানসভা নির্বাচনে জিতলেও, প্রচারকার্যের সময় থেকেই তাঁর সঙ্গে দূরত্ব বেড়েছিল দলের! তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। ঘনিষ্ঠ মহলে শোনা যায়, প্রচারকার্যে এবং প্রার্থী নির্বাচনে দল শুভেন্দু অধিকারী’কে গুরুত্ব দিলেও, তাঁকে সেভাবে গুরুত্ব না দেওয়ায় তিনি ব্যথিত! অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সভা থেকে শুভেন্দু অধিকারী’কে আক্রমণ করলেও, মকুলের প্রশংসা করেছেন। সবমিলিয়ে, এখন “দুইয়ে দুইয়ে চার” হওয়া নাকি সময়ের অপেক্ষা!

thebengalpost.in
চুপ থেকে জল্পনা বাড়ালেন মুকুল রায় :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

আর, এই জল্পনা কতটা সত্যি তা নিয়ে রাজনৈতিক মহলও দ্বিধাবিভক্ত! শাসকদল তৃণমূলের একাধিক নেতা মুচকি হেসে বলছেন, “এতো হওয়ারই ছিল! আমরা তো ভোটের আগে থেকেই জানতাম, মুকুল দা তৃণমূলে ফিরবেন।” অন্যদিকে, সুব্রত বক্সী’র সঙ্গে সাক্ষাৎ করা, বিজেপির বৈঠকে না যাওয়া প্রভৃতি শাসকদলের রটনা বা অনুমানকেই সত্য বলে প্রমাণ করছে। এ প্রসঙ্গে অবশ্য পশ্চিম মেদিনীপুর জেলায় মুকুল রায়ের একাধিক অনুগামী বা মুকুল ঘনিষ্ঠ বিজেপি নেতা সম্পূর্ণ ভিন্ন মত প্রকাশ করছেন। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি শিবু পানিগ্রাহী যেমন বললেন, “সুব্রত বক্সী’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আর তাকে নিয়ে এত জল্পনার কিছু নেই। আমরা বিজেপিতেই আছি।” এরপর, তাঁকে প্রশ্ন করা হয়, “ধরুন মুকুল রায় যদি জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে ফিরে যান, তবে কি আপনারাও তৃণমূলে যাচ্ছেন?” এই প্রশ্নের উত্তরে শিবু পানিগ্রাহী জানান, “মুকুল দা তৃণমূলে যাবেন বলে মনে হয়না। হয়তো কিছু ক্ষেত্রে তাঁর অভিমান থাকতে পারে, বা দলের প্রতি কোনো বার্তা থাকতে পারে, কিন্তু দল হেরেছে বলেই তিনি তৃণমূলে ফিরে যাবেন বলে আমাদের মনে হয় না। আর যদি তিনি ফিরে যানও, আমরা তৃণমূলে যাচ্ছিনা। আমরা বিজেপিতে ছিলাম, আছি, থাকব। আরও বড় লড়াইয়ের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি।” মুকুল অনুগামী জেলার ছাত্র-যুব নেতাদেরও একই মত বলে জানা গেছে। যুব নেতা দেবায়ন ঘোষ, উমাশঙ্কর রায় প্রমুখরাও জানিয়েছেন, তাঁরা বিজেপিতেই থাকছেন। তবে, বিধানসভা নির্বাচনে খারাপ ফলাফল নিয়ে জেলা সহ-সভাপতি শিবু পানিগ্রাহী মন্তব্য করেছেন, “কিছু ক্ষেত্রে ভুল ছিল বলে আমাদের মনে হয়েছে। বাঙালির মন-মানসিকতা, চাহিদা বোঝার ক্ষেত্রে ঘাটতি থেকে গেছে। সেগুলো নিশ্চয়ই দলের মধ্যে আলোচনা হবে, সুযোগ পেলে আমরাও বলব। কিন্তু, তৃণমূলে ফেরার কোনও প্রশ্নই উঠছেনা।”

thebengalpost.in
শিবু পানিগ্রাহী :

আরও পড়ুন -   উত্তরপ্রদেশ কান্ডের পরই নড়েচড়ে বসল কেন্দ্র! ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় কড়া শাস্তির বিজ্ঞপ্তি জারি