দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৭ মে:বুধবার (৫ মে) যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল নবান্নের তরফে, সেখানে জানানো হয়েছিল, আইপিএস (IPS) ইন্দিরা মুখার্জি ঝাড়গ্রাম থেকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে বদলি হচ্ছেন। ঝাড়গ্রামের দায়িত্বে আসছেন আইপিএস (IPS) ধৃতিমান সরকার। কিন্তু, বৃহস্পতিবার (৬ মে) ফের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়, ঝাড়গ্রামের পুলিশ সুপার থাকছেন ইন্দিরা’ই। পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার হচ্ছেন অমরনাথ কে।
বৃহস্পতিবারও একাধিক রদবদল করা হয়, পুলিশ প্রশাসনে। তাতে, আইপিএস ধৃতিমান সরকারকে ঝাড়গ্রাম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল বারাকপুর নর্থের ডিসি পদে। অপরদিকে, এডিজি (ADG) পশ্চিমাঞ্চল রাজেশ কুমার, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডে, আলিপুরদুয়ারের এসপি অমিত কুমার সিং, পূর্ব বর্ধমানের এসপি অজিত কুমার যাদব এই চারজনকে পাঠানো হয়েছে কম্পালসরি ওয়েটিংয়ে।