নির্বাচনের আগে বড়সড় রদবদল! রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র’কে সরিয়ে দিল নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৯ মার্চ: নির্বাচনের আগে বড়সড় রদবদল করা হল রাজ্য পুলিশে! রাজ্য পুলিশের ডিজি (Director General) বা মহানির্দেশক বীরেন্দ্র’কে (Shri Virendra) সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর পরিবর্তে, পি. নীরজনয়ন (P. Nirajnayan) কে নতুন ডিজি করা হয়েছে।

thebengalpost.in
রাজ্য পুলিশে রদবদল :

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে বীরেন্দ্র’র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছিল। শেষমেশ, নির্বাচন কমিশনের তরফে এই এই সিদ্ধান্ত নেওয়ায় খুশি বিরোধীরা!

[ আরও পড়ুন -   উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হাইকোর্টের নির্দেশ মেনে, উচ্চ মাধ্যমিকের পরিবর্তিত সূচি প্রকাশ করল সংসদ ]