দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৪ সেপ্টেম্বর: ক্রিকেটবিশ্বে আবারও শোকের ছায়া! বৃহস্পতিবার মুম্বইয়ে প্রয়াত হলেন প্রাক্তন অজি ক্রিকেটার ডিন জোন্স। বুধবার রাত ১২টার কিছুটা পরে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই কিংবদন্তি ক্রিকেটারের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯।

অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট এবং ১৬৪ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন জোন্স। এই বছর স্টার স্পোর্টস ইন্ডিয়ার আইপিএলের ধারাভাষ্যকারদের দলেও ছিলেন তিনি। বৃহস্পতিবার স্টার স্পোর্টসের পক্ষ থেকে জোন্সের মৃত্যুর কথা জানানো হয়। এরপরই শোকের ছায়া নেমে আসে ক্রিকেট দুনিয়ায়। তাঁর একাধিক সতীর্থ সহ অনুরাগীরাও টুইট করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
বিজ্ঞাপন





