দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ মার্চ: বিজেপির সাইকেল র্যালিকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে চরম উত্তেজনা সৃষ্টি হল! আগামী ৭ ই মার্চ মোদী-ব্রিগেডের সমর্থনে, সাইকেল মিছিল করছিল বিজেপি কর্মী সমর্থকেরা। সাইকেল মিছিল যখন খড়্গপুর ট্রাফিকের কাছে পৌঁছয়, পুলিশ কর্তাদের বাধার মুখে পড়তে হয়। মুহূর্তে চরম উত্তেজনা সৃষ্টি হয়! ঘটনাস্থলে উপস্থিত হয়, বিশাল কেন্দ্রীয় বাহিনী ও খড়্গপুর টাউন থানার পুলিশ। এই ঘটনায়, নির্বাচন কমিশনের আধিকারিকদের অভিযোগ সাইকেল মিছিলের অনুমতি ছিলনা। বিনা অনুমতিতে সাইকেল র্যালি করার জন্যই মিছিল আটকানো হয়েছে। বিজেপির সাইকেল মিছিলে বেশ কয়েকটি বাইকও ছিল। তার মধ্যে কয়েকটি বাইক আটক করে খড়্গপুর টাউন থানার পুলিশ। এদিকে, মিছিলটি আটকাতে এলে পুলিশের সঙ্গে চরম কথা কাটাকাটি শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের। তাঁরা স্লোগান দিতে শুরু করে ও বিক্ষোভ দেখায়।

অন্যদিকে, বুধবার রাতে এক বিজেপি কর্মী’কে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী, বুধবার শুভেন্দু অধিকারী’র সভা শেষ করে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ ভূপেন দোলই। সেখান থেকে ফেরার পথে তাঁকে রাস্তায় আটকে, খড়্গপুর গ্রামীণ থানার ঘেলাগেরির কাছে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। যদিও তৃণমূলের অভিযোগ, অবৈধ সম্পর্ক ঘটিত কারণে, গ্রামবাসীরা তাঁর উপর হামলা করেছে।







