দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৫ মে: শপথ নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, “কোভিডকেই অগ্রাধিকার। করোনা নিয়ন্ত্রণ আমার প্রথম কাজ।” সেই লক্ষ্যেই আর কিছুক্ষণ পরে, সাড়ে বারোটা নাগাদ নবান্ন সভাগৃহে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড প্রতিহত করতে, দৈনিক ১৮০০০ এর সংক্রমণ রুখতে, আংশিক লকডাউন চালু থাকবে নাকি পূর্ণ লকডাউন ঘোষিত হবে, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।


Whatsapp Group এ

অপরদিকে, রাজ্য প্রশাসন ও জেলা প্রশাসনেও বড়সড় রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “পোস্টিং এর বিষয়গুলো আজকেই আমি ঠিক করে নেব। আমার সেটাপ আবার নতুন করে তৈরি করে নিতে হবে। ৩ মাস আমার হাতে ক্ষমতা ছিলনা। নির্বাচন কমিশন দায়িত্ব সামলেছে।” তাই, করোনা নিয়ন্ত্রণ ও রাজনৈতিক হিংসা রোখাই মুখ্যমন্ত্রী’র কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।









