পশ্চিম মেদিনীপুরে পৌঁছল আরও ২৫ হাজার করোনা ভ্যাকসিন, “কোভ্যাক্সিন” এর দাম জানিয়ে দিল ভারত বায়োটেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ এপ্রিল: গত কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সেশন সাইটে বা টিকাকরণ কেন্দ্রে ফার্স্ট ডোজের (প্রথম ডোজের) ভ্যাকসিনেশন প্রায় বন্ধ ছিল! ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে হয়েছে, শালবনী থেকে চন্দ্রকোনা, ডেবরা থেকে খড়্গপুরের মানুষজনকে। তবে, দ্বিতীয় ডোজ বা সেকেন্ড ডোজ যথারীতি দেওয়া হয়েছে। যদিও, তা খুবই কম সংখ্যায়। এ বিষয়ে অবশ্য জেলা প্রশাসন বা রাজ্য প্রশাসনের কোনও দায় নেই বলেই জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল। রবিবার তিনি জানিয়েছেন, “কেন্দ্র থেকে যেভাবে রাজ্যে ধাপে ধাপে ভ্যাকসিন পাঠানো হচ্ছে, রাজ্যও সেভাবেই প্রতিটি জেলায় ভাগ করে পাঠাচ্ছে। আমরাও সেভাবেই দিচ্ছ। এক্ষেত্রে, অবশ্যই দ্বিতীয় ডোজকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।” শনিবার রাতে জেলায় ২৫ হাজার কোভিশিল্ড পাঠানো হয়েছে বলেও জানা গেছে। এ বিষয়ে জেলার CMOH জানিয়েছেন, “সোমবার থেকে এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে। তবে, দ্বিতীয় ডোজকেই প্রাধান্য দেওয়া হবে। প্রথম ডোজও সাধ্যমতো দেওয়ার চেষ্টা করা হবে। শুনেছি রাজ্যে আগামীকাল আরও ৩ লক্ষ কোভিশিল্ড আসছে, হয়তো তারপর জেলাতে আবার পাঠানো হবে। আপাতত এভাবেই ধাপে ধাপে চলবে।”

thebengalpost.in
ভ্যাকসিনের জন্য প্রতীক্ষা (শালবনী, ছবি- ছত্রছায়া) :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল এও জানিয়েছেন, এখনই ১৮ উর্ধ্বদের ভ্যাকসিন নিয়ে ভাবার মতো অবকাশ নেই। আপাতত ৪৫ উর্ধ্বদের ভ্যাকসিনেশনে প্রাধান্য দেওয়া হচ্ছে। মে মাস থেকে কেন্দ্রীয় সরকার যেভাবে সরবরাহ করবে তার উপরই সবকিছু নির্ভর করবে বলে CMOH জানিয়েছেন। এদিকে, সিরাম ইনস্টিটিউটের পর ভারত বায়োটেকও (Bharat Biotech) তাদের ‘কোভ্যাক্সিন’ এর মূল্য নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে। ভারত বায়োটেক জানিয়েছে, রাজ্য সরকারকে তারা ৬০০ টাকা/ডোজ মূল্যে কোভ্যাক্সিন বিক্রি করবে। কিন্তু, বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে সেই দাম হবে ১২০০ টাকা/ডোজ। সুতরাং, সিরামের মতোই ভারত বায়োটেকও তাদের ভ্যাকসিনের ৩ রকম দাম রেখেছে। কেন্দ্রের ক্ষেত্রে একরকম দাম (২০০ টাকা/প্রতি ডোজ), রাজ্যের ক্ষেত্রে একরকম আর বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে আরেকরকম।

thebengalpost.in
ভারত বায়োটেক এর বিজ্ঞপ্তি :

আরও পড়ুন -   পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে সংক্রমিত ৯৪ জন, করোনা মুক্ত হলেন ডাঃ গিরিশ চন্দ্র বেরা, মেডিক্যালে শুরু হল টেস্ট