দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ এপ্রিল: দৈনিক করোনা সংক্রমণে ফের নিজের রেকর্ড নিজেই ভাঙল পশ্চিম মেদিনীপুর জেলা! জেলা স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবার সকালের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৩৬ জন (অন্তত ১০ জন অবশ্য ভিন জেলার বাসিন্দা, কর্মসূত্রে মেদিনীপুরে থাকেন)। গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের (মেদিনীপুর মেডিক্যাল কলেজের করোনা বিভাগে ভর্তি ছিলেন)। জেলায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই হু হু করে বেড়ে চলেছে! পরিস্থিতি বিবেচনা করে জেলায় করোনা শয্যাও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল।


Whatsapp Group এ
এদিকে, গত চব্বিশ ঘণ্টায় ২৩৬ জনের মধ্যে মেদিনীপুর শহর একাই হাফ সেঞ্চুরি (৫০) করে বসে আছে! চাঁদড়া সহ মেদিনীপুর সদর ব্লকে আরও ৫ জন সংক্রমিত হয়েছেন। মেদিনীপুর শহরের মধ্যে বিধাননগর ও আবাসে লাগামছাড়া সংক্রমণ দেখা দিয়েছে এদিন। এছাড়াও, রাঙামাটি, হাতারমাঠ, বার্জটাউন, বড়মানিকপুর, শরৎপল্লী, পালবাড়ি, কেরানীচটি, ধর্মা প্রভৃতি সর্বত্র সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বলাই বাহুল্য পরিবার সংক্রমণও দেখা যাচ্ছে। রেল শহরের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠল। গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৮০ জন। গত ৪-৫ দিনে রেলশহর খড়্গপুরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের! তালিকায় রেলকর্মী, আইআইটি কর্মী থেকে আইআইটি’র বিজ্ঞানী সকলেই আছেন। এদিকে, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গত চব্বিশ ঘণ্টায় ডেবরায় করোনা সংক্রমিত হয়েছেন ১২ জন (গৌরাঙ্গপুর ৬, বেনিয়া, মাধবপুর, চন্দনপুর, বাকলসা, ডুঁয়া, পানিফোলা) এবং পিংলায় ৩ জন (ক্ষিরাই, তুলসীচক, পাছঠুবি)। এছাড়াও, শালবনীতে ৪ (চকতারিনী, তিলাবনী, দেবগ্রাম ও শালবনী) জন, ঘাটাল মহকুমায় ৩৭ (ঘাটাল ১২, দাসপুর ১৭, চন্দ্রকোনা ৮) জন, বেলদা ও নারায়ণগড়ে ৬ জন, দাঁতনে ১১ জন, আনন্দপুরে ১ জন, গড়বেতায় ১ জন ও চন্দ্রকোনা রোডে ২ জন করোনা সংক্রমিত হয়েছেন।










