দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: হু হু করে বাড়ছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা! পর পর তিন দিন দৈনিক সংক্রমণ ৬০০’র একেবারে দোরগোড়ায়। বুধবার ৫৭৭ ও বৃহস্পতিবার ৫৮৮’র পর শুক্রবার ফের ৫৭৫ জন সংক্রমিত হল পশ্চিম মেদিনীপুর জেলায়। জেলা স্বাস্থ্য দপ্তরের শুক্রবারের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় সংক্রমিত ৫৭৫; এর মধ্যে- র্যাপিড অ্যান্টিজেন টেস্টে (RAT) পজিটিভ রিপোর্ট এসেছে ১৭৫ জনের, আরটি-পিসিআরে (RT-PCR) পজিটিভ এসেছে ৩৬৪ জনের এবং ট্রুন্যাটে (TRUENAT) পজিটিভ এসেছে ৩৬ জনের। গত ৭ দিনে জেলায় মোট করোনা সংক্রমিত হলেন- ৩০৫৭ (৩৪৩, ৩৮০, ২৩০, ৩৬৪, ৫৭৭, ৫৮৮, ৫৭৫) জন। গত চব্বিশ ঘণ্টায় ৪ জনের মৃত্যু’র খবর পাওয়া গেছে সরকারিভাবে। এর মধ্যে, স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী, শালবনীতে ১ জন, ঘাটাল সেফ হোমে ১ জন এবং ডেবরায় ২ জন।


Whatsapp Group এ

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহর ও সংলগ্ন সদর ব্লক মিলিয়ে করোনা সংক্রমিত হয়েছেন ১৫৭ জন। এর মধ্যে, শুধু শহরেই ১২১ জন। লাগামছাড়া গোষ্ঠী সংক্রমণে জর্জরিত মেদিনীপুর শহরের মির্জাবাজার, নজরগঞ্জ, সিপাই বাজার, রাঙ্গামাটি, বিধান নগর, শরৎপল্লী, অশোকনগর, আবাস, কুইকোটা, তলকুই, হবিবপুর প্রভৃতি এলাকা। এছাড়াও এদিন করোনা সংক্রমিত হয়েছেন- নতুন বাজার, মহতাপুর, মাইকেল মধুসূদন নগর, সুজাগঞ্জ, মানিকপুর, পুলিশ লাইন ও মেদিনীপুর সেন্ট্রাল জেল প্রভৃতি এলাকা থেকে। অন্যদিকে, মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল এলাকাতেও ধারাবাহিক গোষ্ঠী সংক্রমণ ধরা পড়ছে। এদিন ওই এলাকা থেকে ৩ জন সহ সদর ব্লকের উপরডাঙ্গা, দেউলডাঙ্গা মালগুড়ি, খাসজঙ্গল, গোলাপিচক প্রভৃতি এলাকা থেকে মোট ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মেদিনীপুর মেডিক্যাল কলেজ সূত্রে আরও ২১ জন করোনা আক্রান্তের হদিস মিলেছে। খড়্গপুর শহরে ৮২ জন, গ্রামীণ এলাকায় ২৪ জন, আইআইটি সূত্রে ১২ জন এবং রেল সূত্রে ৫২ জন সহ মোট ১৭০ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে খড়্গপুরে।


অন্যদিকে, গোটগেড়িয়া, হামিদপুর, রাধামোহনপুর, গোলগ্রাম, লোয়াদা, বড়গেড়িয়া, চক বলরামপুর, উত্তর ও দক্ষিণ গোটগেড়িয়া, পশ্চিম বৈতা, গৌরাঙ্গপুর, ভেমুয়া, বড়গড় সহ ডেবরা ব্লকে ২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। সবং এর লুটুনিয়া শীতলদা, বড়ছড়া ৩ নং, বিলকুয়া ৪ নং, রামভদ্রপুর, রামপুরা এবং সবং থানার এক পুলিশ কর্মী সহ মোট ১২ জন সংক্রমিতের সন্ধান পাওয়া গেছে। পিংলার শালমারা, ভাঁটিয়া ও সাহারা (৩ জন) এলকাতে মোট ৫ জন করোনা আক্রান্ত গত চব্বিশ ঘণ্টায়। এছাড়াও, বেলদা-নারায়ণগড় এলাকায় ৮ জন, কেশিয়াড়িতে ৪ জন, কেশপুরে ২ জন, দাঁতন ১ ও নং মিলিয়ে ৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। গড়বেতার তিনটি ব্লক মিলিয়ে ৫০ জন করোনা সংক্রমিতের সন্ধান মিলেছে। এর মধ্যে, গোয়ালতোড়ের আমজোড় এলাকায়, গড়বেতার লাপুড়িয়া, গোলকবান্দি, রাউলিয়া, আমলাগোড়া এলাকায় এবং চন্দ্রকোনারোডের দুর্লভগঞ্জ এলাকায় গোষ্ঠী সংক্রমণ দেখা দিয়েছে। এদিকে, শালবনী ব্লকের শালবনীতে ৪ জন, পিড়াকাটা (নিমতলা)য় ২ জন, মিরগায় ১ জন ও গোবরু’তে ১ জন সহ মোট ৮ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। অপরদিকে, শালবনী করোনা হাসপাতাল থেকে এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১০ জন। এই তালিকায় ১২ বছরের এক কিশোরও আছে। অন্যান্য হাসপাতাল থেকে আরও ১০ জন সহ মোট ২০ জন সুস্থ হয়ে উঠেছেন হাসপাতাল থেকে। হোম আইশোলেশন থেকে আরও ৪০-৫০ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে।








