বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ২২ সেপ্টেম্বর : করোনা পরিস্থিতিতে প্রায় ৭ মাস ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। যদিও “আনলক ৪” পর্বে ২১ সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু করোনার জন্য আর কতদিনই বা পড়াশুনো বন্ধ থাকবে! তাই স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের নয়া শিক্ষাবর্ষ ঘোষণা করল কেন্দ্র। এদিন মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক টুইট করে নতুন শিক্ষাবর্ষের সময়সূচি জানিয়ে দেন। তিনি বলেন,” ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম বর্ষের সূচি গ্রহণ করেছে কমিশন, এতে ইউসিজির নির্দেশিকায় অনুমোদন ও দিয়েছে”।
মন্ত্রী আরও জানিয়েছেন,” ২০২০ সালের ১ নভেম্বর থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টারের পঠন পাঠন শুরু হবে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে”।
এর পাশাপাশি পড়ুয়াদের আর্থিক দিক থেকে যাতে কোনো রকম অসুবিধা না হয় সে দিকের কথা মাথায় রেখে বেশ কিছু ঘোষণা ও করা হয়েছে, এবছরে কোনো পড়ুয়া কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর কোনো কারণে ছেড়ে দিলে পুরো অর্থ ফেরত পাবে,তবে এই সুবিধা ৩১ নভেম্বর পর্যন্ত চলবে।