
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ৯ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলার দুই বিজেপি সভাপতি, যথাক্রমে শমিত দাস এবং অন্তরা ভট্টাচার্য বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। অন্যদিকে, ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সভাপতি সুখময় সতপথিও প্রার্থী হয়েছেন। বিজেপির সাংগঠনিক নিয়ম-কানুন মেনে এই তিন প্রার্থীই আজ ইস্তফা দিলেন জেলা সভাপতির পদ থেকে। তাঁদের জায়গায় নতুন তিন সভাপতি আজ থেকেই দায়িত্ব গ্রহণ করলেন। মেদিনীপুর, ঘাটাল ও ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় বিজেপি’র নতুন তিন সভাপতি হলেন যথাক্রমে, সৌমেন তিওয়ারি, তন্ময় দাস এবং তুফান মাহাত।

প্রসঙ্গত উল্লেখ্য, শমিত দাস এবার মেদিনীপুর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী হয়েছেন। বিপুল জনসমাগমে ভেসে গিয়ে আজ তিনি মনোনয়নপত্র জমা দিলেন মেদিনীপুর সদর মহকুমাশাসকের কার্যালয়ে। অন্যদিকে, পিংলা বিধানসভায় বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্তরা ভট্টাচার্য। অপরদিকে, ঝাড়গ্রাম আসনে প্রার্থী হয়েছেন সুখময় শতপথি। এদিকে, আজকেই মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির নতুন সভাপতি সৌমেন তিওয়ারি’র হাত ধরে বিজেপিতে যোগদান করলেন, গড়বেতা বিধানসভার বড়মুড়া ৩ নং অঞ্চলের বুথ সভাপতি সত্য রুইদাস। সম্পর্কে, তিনি গড়বেতা বিধানসভার বিজেপি প্রার্থী মদন রুইদাসের ভাই। আজ জেলা বিজেপি কার্যালয়ে সত্য রুইদাস বিজেপি’তে যোগদান করে জানালেন, তাঁকে একপ্রকার জোর করে তৃণমূলের যোগদান করানো হয়েছিল এবং বুথ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল!







