দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ এপ্রিল: মহামারীর মহাসঙ্কটের মধ্যে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা আরও তীব্রতর হয়েছে। কমেছে রক্তাদান শিবিরের সংখ্যা। তা সত্ত্বেও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সহৃদয় সমাজকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন রক্তদান শিবিরের আয়োজন করে রক্তের যোগান সাধ্যমতো বজায় রাখতে। এবার, তাঁদের দিকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)’র ডেবরা বিধানসভার প্রতিনিধি তথা বিশিষ্ট সমাজকর্মী সীতেশ ধাড়া। সোমবার তিনি জানিয়েছেন, “এই ভয়াবহ রক্তসঙ্কটের পরিস্থিতিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, মঠ বা মিশন যদি রক্তদান শিবিরের আয়োজনে এগিয়ে আসে, তবে তাদের প্রতি সবরকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব।”


Whatsapp Group এ
প্রসঙ্গত, রক্তদান শিবিরের আয়োজনে বিভিন্ন খরচ ও ঝক্কি ঝামেলা থাকে, এই সমস্ত দিক সাহায্যের হাত বাড়িয়ে সমাজকর্মী সীতেশ বাবু তাঁর এলাকায় রক্তদান শিবির আয়োজনে উদ্বুদ্ধ করেছেন বিভিন্ন সংস্থা বা সংগঠনকে। উল্লেখ্য যে, সাংসদ দেব নিজেও অতিমারীর সময়ে এবং সারা বছর ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, এবার তাঁর প্রতিনিধি হিসেবে এগিয়ে এলেন সীতেশ ধাড়াও। সীতেশ জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকও। তবে, তিনি এই উদ্যোগের সঙ্গে ‘রাজনীতি’ না খোঁজার আবেদন জানিয়েছেন। বিভিন্ন মহল থেকে তাঁর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানানো হয়েছে।











