বদলি হলেন শালবনীর বিডিও সঞ্জয় মালাকার, নতুন বিডিও হচ্ছেন প্রণয় দাস

thebengalpost.in
সঞ্জয় মালাকার (শালবনীর প্রাক্তন বিডিও) :

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, শালবনী, ৩ রা ফেব্রুয়ারি: শালবনীর নতুন বিডিও হচ্ছেন প্রণয় দাস। সঞ্জয় মালাকারের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। সঞ্জয় মালাকার ঝাড়গ্রামের ডেপুটি ম্যাজিস্ট্রেট (DMDC) হয়ে চলে যাচ্ছেন। ঝাড়গ্রামের ডিএমডিসি (প্রবেশনার) ছিলেন প্রণয় বাবু। সোমবার জারি হওয়া এই নির্দেশিকা অনুযায়ী, গতকাল যোগ দিয়েছেন প্রণয় বাবু। এদিকে, নারায়ণগড়ের নতুন বিডিও হয়েছেন রেণুকা খাতুন। বিশ্বজিৎ ঘোষের স্থলাভিষিক্ত হলেন তিনি। প্রশাসনের তরফে জানানো হয়েছে এগুলি নিছকই রুটিন বদলি।

thebengalpost.in
সঞ্জয় মালাকার (শালবনীর প্রাক্তন বিডিও) :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   "পাক্ষিক দক্ষিণবঙ্গ সংবাদ" : ষষ্ঠ সংখ্যা (ফেব্রুয়ারি, প্রথম সংখ্যা) ]

প্রসঙ্গত, গত দু-এক মাস ধরেই প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল শুরু হয়েছে। একাধিক বিডিও, এডিএম থেকে শুরু করে পুলিশ প্রশাসনের আইসি-ওসি’রাও বদলি হচ্ছেন। মাত্র ১ মাস আগেই একসাথে জেলার ৮ জন বিডিও বদলি হয়েছিলেন। বদলি হয়েছেন, এস ডি পিও, আইসি-ওসিরা। তারও মাসখানেক আগে একাধিক অতিরিক্ত জেলাশাসক, এস ডি ও রা বদলি হয়েছেন (নভেম্বর মাসে)। গত সপ্তাহে বদলি হয়েছেন, মাত্র দু’মাস আগে পশ্চিম মেদিনীপুরের এডিএম বা অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) হিসেবে যোগ দেওয়া অংশুল গুপ্তা। নির্বাচনের ঠিক আগে, একই প্রশাসনিক পদে ২-৩ বছর হয়ে যাওয়া আধিকারিকদের বদলি করা হয় নিয়ম অনুযায়ী। তবে, অনেক সময় রুটিন বদলির বাইরেও বেশকিছু বদলি হয়, হয়তোবা শাসকদলের অঙ্গুলি হেলনে, এমনটাই ওয়াকিবহাল মহলের মত। এরপর, নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর (নির্বাচন শুরুর ৪৫ দিন আগে)’ও অনেক সময় কিছু রদবদল করে থাকে।

[ আরও পড়ুন -   ছেলের 'জেদ' পূরণ করতে যাওয়াই কাল হল! লক্ষ্মীর 'প্রদীপ' সত্যিই নিভে গেল ]