দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ মে: দুপুর ১ টা নাগাদ ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হল যশ (Yaas) এর! বালেশ্বরের দক্ষিণে হয়েছে ল্যান্ডফল। এদিকে, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় ঝড়ের তান্ডব অব্যাহত। সমুদ্র এখনও প্রবল জলোচ্ছ্বাসে ফুঁসছে। গ্রামে গ্রামে ঢুকছে জল। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুর থেকে বিশেষ কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও, বেশকিছু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২ লক্ষ মানুষকে এখনও পর্যন্ত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রস্তুত আছে, সেনা, পুলিশ ও এনডিআরএফ। প্রস্তুত, জেলা প্রশাসনও।
মেদিনীপুর শহরে ভেঙে পড়ল গাছ :

Whatsapp Group এ

এদিকে, বুধবার ভোররাত থেকে চলা প্রবল ঝড়ে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর, খড়্গপুর শহর, কেশিয়াড়ি, দাঁতন, পিংলা ও জঙ্গলমহল শারবনীর বেশ কিছু এলাকায় বড় বড় গাছ ভেঙে পড়েছে। বেশিরভাগ গাছ ইতিমধ্যে সরিয়ে ফেলাও হয়েছে উদ্ধারকারী দলের পক্ষ থেকে। শহর মেদিনীপুরের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনের বড় রাস্তায় একটি গাছ ভেঙে পড়ে দুটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়েছে। শালবনীর গড়মাল, জাড়া, কাশীজোড়াতে গাছ ভেঙে পড়ে। উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সঙ্গে শাসকদলের কর্মীরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৯ ঘন্টা শক্তিশালী থাকবে যশ (Yaas)। তারপর শক্তি হারাবে। আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায়। ঝাড়গ্রামেও হবে বৃষ্টিপাত।










