মর্মান্তিক দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী! স্ত্রী ও আপ্ত সহায়কের মৃত্যু, গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নিজে

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কর্ণাটক, ১১ জানুয়ারি: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রী শ্রীপদ নায়েকের স্ত্রী বিজয়া নায়েকের! মৃত্যু হয়েছে মন্ত্রীর আপ্ত সহায়কেরও। মৃত্যু’র সঙ্গে পাঞ্জা লড়ছেন মন্ত্রী শ্রীপদ নায়েক। কর্ণাটকের উত্তর কানাড়া জেলার আঙ্কোলা তালুকের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর অনুযায়ী, নিজের এস ইউ ভি গাড়িতে করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন মন্ত্রী। সঙ্গে ছিলেন, স্ত্রী বিজয়া নায়েক (বয়স আনুমানিক ৬৫), নিজের আপ্ত সহায়ক এবং আরও একজন। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি রাস্তার ধারে গাছে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে আঙ্কোলার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আপ্ত সহায়ককে মৃত ঘোষণা করা হয়। তাঁর স্ত্রীকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। অপরদিকে, মন্ত্রী শ্রীপদ নায়েক’কে গুরুতর আহত অবস্থায় গোয়ার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত স্থিতিশীল আছেন বলে জানা গেছে। উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত’কে ফোন করে চিকিৎসার বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

thebengalpost.in
হাসপাতালে ভর্তি করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী কে :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   বড়সড় ভাঙন তৃণমূলে! শুভেন্দু'র হাত ধরে সিঙুরের মাস্টারমশাইয়ের পুত্র তুষার ভট্টাচার্য এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ বিজেপিতে ]

প্রসঙ্গত, আজ রাত্রি ৯ টা নাগাদ কর্ণাটকের উত্তর কানাড়ার আঙ্কোলায় এই দুর্ঘটনাটি ঘটে। ইয়েল্লাপুর থেকে গোকর্ণর দিকে তাঁদের গাড়িটি যাচ্ছিল বলে জানা গেছে। অতিরিক্ত গতির জন্যই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুমড়ে মুচড়ে গেছে গাড়িটি! স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে আকস্মিক এই দুর্ঘটনায়। কেন্দ্রীয় মন্ত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরেপ্পা, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ।

thebengalpost.in
দুমড়েমুচড়ে গেছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি :

thebengalpost.in
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার টুইট :

[ আরও পড়ুন -   বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু শালবনীতে, গুরুতর আহত আরও ২ জন ]