দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৫ মে: তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে তিনি ছুঁয়ে ফেললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায় এবং জ্যোতি বসু’র কীর্তিকে। অতিক্রম করে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময়কালকে। রাজভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। কোভিড আবহে মাত্র ৫০ জন আমন্ত্রিত ছিলেন অনাড়ম্বর এই অনুষ্ঠানে। কোভিড পরবর্তী সময়ে, বড় করে অনুষ্ঠান করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর প্রমুখরা।


Whatsapp Group এ

রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে ‘ছোট বোন’ বলে সম্বোধন করেন রাজ্যপাল। তবে, অবিলম্বে রাজ্যে হিংসা রোখার কথা বললেন তিনি। মুখ্যমন্ত্রী ধপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “কড়া হাতে হিংসা রুখব। কয়েক ঘন্টার মধ্যেই দায়িত্ব নিয়ে প্রশাসনিক বিষয় বুঝে নেব। হিংসা করলে, আইন ভাঙলে কড়া পদক্ষেপ নেব।” তবে, কোভিড নিয়ন্ত্রণই তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী! এদিকে, শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও গেলেন না, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, “আমাদের কর্মীরা মার খাচ্ছে। তাই শপথগ্রহণ অনুষ্ঠানে যাইনি।”









