দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, উত্তরাখণ্ড, ৭ ফেব্রুয়ারি: উওরাখণ্ডের চামোলি জেলায় আজ (রবিবার) সকাল থেকে ভয়াবহ বৃষ্টির কারণে, ধৌলিগঙ্গার জলস্তর বেড়ে যায়। এর ফলে প্রবল তুষারধসের সৃষ্টি হয়। উওরাখণ্ডের স্থানীয় প্রশাসন সূত্রের খবর, এখনও পর্যন্ত ১৫০ জন মানুষ নিখোঁজ হয়েছে। প্রবল তুষারপাতের কারণে প্লাবিত হয়েছে, যোসীমঠ। ভেসে গিয়েছে দুটি সেতু! ঋষি গঙ্গার জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চামোলীর জেলার আশেপাশের স্থানীয় বাসিন্দাদের সরানোর কাজে নেমেছে উদ্ধারকারী দল।
চামোলীর জেলার তপোবনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকাজে অংশ নিয়েছে আইটিবিপি বাহিনীও। প্রবল ধসের কারণে, ১০০-১৫০ জন মানুষের হতাহতের আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন উওরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রীবেন্দ্র সিং রাওয়াত। তিনি জানিয়েছেন, “প্রবল বৃষ্টি ও ধসের কারণে, চামোলী জেলার রেনি গ্রামে ঋষিগঙ্গা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে ঋষিকেশ ও হরিদ্বারে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।” এদিকে উওরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করে পরিস্থিতির খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’ও কথা বলেছেন উওরাখন্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে। তিনি আশ্বাস দিয়েছেন, আমরা সমস্ত রকম ভাবে চেষ্টা করবো যাতে দেবভূমির স্থানে বিশেষ ক্ষয়ক্ষতি না হয়!