“লকডাউন” না করেই পরিস্থিতি নিয়ন্ত্রণ, ঈদে সর্বোচ্চ জমায়েত ৫০, বিনামূল্যে ভ্যাকসিন রাজ্যবাসীকে : মমতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১০ মে : ব্যবসায়ী, শ্রমিক ও দিন আনা দিন খাওয়া মানুষের জন্য কিছুটা স্বস্তির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “লকডাউন না করে যদি নিজেদের মতো করে সকলেই লকডাউন পালন করেন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে।” কোভিড মোকাবিলায় ও বিনামূল্যে ১০ কোটি রাজ্য বাসীকে ভ্যাকসিন দিতে যে রাজ্যবাসী বদ্ধপরিকর, তাও বললেন মমতা। কেন্দ্রকে ৩ কোটি ভ্যাকসিন চাইলেও মাত্র ১ লক্ষ পাঠানো হয়েছে বলে ক্ষোভপ্রকাশ করলেন মমতা। কেন্দ্রীয় প্রতিনিধি দল এলে RT-PCR টেস্ট বাধ্যতামূলক বলে ফের জানালেন মমতা। পজিটিভ রিপোর্ট এলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন বলেও হুঁশিয়ারি দিলেন মমতা।

thebengalpost.in
মমতা বন্দ্যোপাধ্যায় :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

অপরদিকে, আগামী শুক্রবার ঈদ উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ, “৫০ জনের বেশি জমায়েত করবেন না।” রেড রোডের নামাজ বাতিল করায় সংখ্যালঘু সমপ্রদায়ের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন মমতা। প্রথম ক্যাবিনেট বৈঠকের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে করোনা মোকাবিলায় কাজ করতে হবে। রাজ্যের শান্তি-সম্প্রীতি রক্ষার আবেদনও জানিয়েছেন তিনি। অপরদিকে, মন্ত্রীদের শপথবাক্য পাঠ করানোর পরই হিংসা কবলিত এলাকা পরিদর্শনের কথা ঘোষণা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

আরও পড়ুন -   "যে দল ভাঙানোর খেলা আপনি বাংলায় শুরু করেছিলেন, সেই খেলাতেই তৃণমূল পার্টি খতম হবে, মিলিয়ে নেবেন দিদি", চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অধীর চৌধুরী