বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ৮ সেপ্টেম্বর : দীর্ঘ ৬ মাস দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর অবশেষে করোনা পরিস্থিতির মধ্যেই স্কুল খোলার অনুমতি দিল কেন্দ্র। ২১ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে খুলছে স্কুল, তবে এখন শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস হবে।

মঙ্গলবার কেন্দ্রের তরফ থেকে স্কুল খোলা সম্পর্কে নতুন কিছু বিধিনিষেধ জানিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সরকারের তরফ থেকে প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী,
১. প্রত্যেক পড়ুয়াদের মুখে মাস্ক বাধ্যতামূলক।
২. ক্লাস চলকালীন অন্তত ৬ ফুটের দুরত্ব রাখতেই হবে।
৩. প্রত্যেক স্টুডেন্টদের ৪০-৫০ সেকেন্ড পর্যন্ত হাত ধুতে হবে।

৪. হাঁচি কাশি সময় মুখ ঢেকে রাখতে হবে।
৫. যেখানে সেখানে থুতু ফেলা চলবে না।
৬. শরীরে কোনো রকম রোগ বা লক্ষণ দেখা দিলে চেপে রাখা যাবে না।
পাশাপাশি অভিভাবকদের অনুমতি নিয়ে স্কুলে আসতে পারবে ছাত্র-ছাত্রীরা।








