দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১১ ডিসেম্বর:আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডি’সুজা। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন তিনি। সংবাদমাধ্যমকে তাঁর স্ত্রী লিজেল ডি’সুজা জানিয়েছেন, “রেমোর হার্টে একটি ব্লকেজ রয়েছে। চিকিৎসকেরা অ্যাঞ্জিওগ্রাফি করেছেন। আপাতত তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। সবাই প্রার্থনা করুন। আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন চিকিৎসকেরা।”
বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফারদের মধ্যে এক্কেবারে প্রথম সারিতেই রয়েছেন রেমো। দীর্ঘদিন ধরেই তিনি যুক্ত আছেন বলিউডের সাথে। কোরিওগ্রাফির পাশাপাশি তিনি একজন সফল পরিচালকও। বেশ কয়েকটি ছবির পরিচালনা করেও আলাদা করে নজর কেড়েছেন তিনি। স্ট্রিট ডান্সার থ্রি ডি, এবিসিডি, এবিসিডি ২ এবং আ ফ্লাইং জাটের মতো ছবিগুলি পরিচালনা করেছেন রেমো। আচমকাই তাঁর অসুস্থতার খবর পেয়ে দ্রুত সুস্থতা কামনা করেছেন একাধিক বলিউড সেলিব্রেটি সহ তাঁর অগণিত ভক্তরা।