দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৫ জানুয়ারি: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায় মেনে এবং ভারত সরকারের ঘোষণা অনুযায়ী, ঐতিহাসিক রাম জন্মভূমি অযোধ্যায় নির্মিত হবে পবিত্র রামমন্দির। ঐতিহাসিক এই রামমন্দির নির্মাণের জন্য গড়ে তোলা হয়েছে, ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্ট। এই ট্রাস্টের মাধ্যমে দেশের প্রত্যেক ভারতবাসী তথা হিন্দু ধর্মাবলম্বী মানুষ নিজেদের সাধ্যমতো অনুদান তুলে দিতে পারেন। বৃহস্পতিবার, ১৪ ই জানুয়ারি থেকে, সারা দেশের সাথে সাথে মেদিনীপুর শহরের প্রতিটি ওয়ার্ডেও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সদস্যরা এই অনুদান গ্রহণের উদ্দেশ্যে বাড়িতে বাড়িতে পৌঁছে যাওয়ার অভিযান শুরু করল। সংঘের তরফে এই কর্মসূচির শুভ উদ্বোধন হল শুক্রবার। তবে, ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ নামক ট্রাস্টের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টেও অনুদান পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে। এই অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ হল- SBI, AYODHYA BRANCH/SAVINGS ACCOUNT/CURRENT ACCOUNT: 39161498809/IFSC CODE: SBIN0002510/PAN NO: AAZTS6197B
প্রসঙ্গত উল্লেখ্য, এই ‘ভব্য রামমন্দির’ এর নির্মাণ কাঠামো সম্পর্কিত বিবরণও প্রকাশ করা হয়েছে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ এর পক্ষ থেকে। ২.৭ একর জমির উপর মোট ৫৭,৪০০ বর্গফুটের এই সুবিশাল নির্মাণ ক্ষেত্র রচিত হবে। মন্দিরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা হবে যথাক্রমে- ৩৬০ ফুট, ২৩৫ ফুট ও ১৬১ ফুট (শিখরদেশ পর্যন্ত)। থাকবে মোট ৫ টি মণ্ডপ। তিনতলা বিশিষ্ট এই রামমন্দিরের প্রত্যেক তলের উচ্চতা হবে ২০ ফুট করে। এই রামমন্দির নির্মাণকাজে যাতে দেশের প্রতিটি হিন্দু কিংবা ভারতবাসী অবদান রাখতে পারেন, সেজন্যই সারা দেশজুড়ে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ এর পক্ষ থেকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সদস্যরা দেশের প্রতিটি বাড়িতে পৌঁছে যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন।