জল্পনার অবসান! মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে রাজভবনে রাজীব বন্দ্যোপাধ্যায়,‌ দেখে নিন ইস্তফাপত্র

thebengalpost.in
রাজীব বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিলেন :

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২২ জানুয়ারি: সমস্ত জল্পনার অবসান ঘটালেন তৃণমূল সরকারের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আজ (২২ জানুয়ারি), ‘মন্ত্রিত্ব’ থেকে ইস্তফা দিলেন তিনি। ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে। সেই ইস্তফার প্রতিলিপি নিয়ে পৌঁছে গিয়েছেন রাজভবনে। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি দুপুর ১২ টা নাগাদ পৌঁছেছেন রাজভবনে। সূত্রের খবর অনুযায়ী, তিনি জানুয়ারির শেষেই অমিত শাহের হাত ধরে পদ্মফুল হাতে তুলে নিতে পারেন।

thebengalpost.in
রাজীব বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিলেন :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   প্রয়াত দিয়েগো মারাদোনা! বিশ্ব ফুটবলের এক বর্ণময় ইতিহাসের অবসান ]

উল্লেখযোগ্য বিষয় হল, রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে তাঁর বন্ধু ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে জানিয়েছেন, তিনি রাজনীতিতেই থাকছেন। তিনি তাঁর সুদীর্ঘ যাত্রাপথে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ভবিষ্যতেও তিনি মানুষের জন্য আরো ভালোভাবে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। ইস্তফাপত্রেও মুখ্যমন্ত্রী’কে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস রাজীবের চলে যাওয়ার ঘটনাকে ‘স্বাভাবিক’ বলে মেনে নিয়েছে। সবমিলিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপি’তে যাওয়ার সম্ভবনা প্রায় একশো শতাংশ! এদিকে, বোমা ফাটালেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়াও। তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দল দুর্নীতিগ্রস্ত মানুষে ভরে গেছে। লক্ষ্মীরতন, রাজীব দের মতো নেতার চলে যাওয়া দুর্ভাগ্যজনক বলেও তিনি জানিয়েছেন।

thebengalpost.in
ইস্তফাপত্র :

[ আরও পড়ুন -   নতুন নিম্নচাপের প্রভাবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টা ফের বৃষ্টির পূর্বাভাস, পুজোর মুখেও বৃষ্টির আশঙ্কা ]