“তৃণমূল এখন অতীত, শাহের কাছে আঁচল পেতে উন্নয়ন চাইব”, দিল্লি চললেন রাজীব, সঙ্গী রুদ্রনীল-বৈশালী-প্রবীর-রথীন

thebengalpost.in
রাজীব বন্দ্যোপাধ্যায় (দিনকয়েক আগের ছবি) :

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, হাওড়া, ৩০ জানুয়ারি: অমিত শাহের পাঠানো বিশেষ চাটার্ড বিমানে দিল্লি চললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য রাজনীতির অন্যতম স্বচ্ছ ব্যক্তিত্ব রাজীব বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী’র সফর বাতিল হওয়ার পর, গতকাল (২৯ জানুয়ারি) গভীর রাতে রাজীব’কে ফোন করেন স্বয়ং অমিত শাহ। বলেন, শনিবারই তিনি বিমান পাঠাচ্ছেন, তিনি যেন দিল্লি আসেন এবং সঙ্গে বাকিদেরও নিয়ে আসেন। সেই মোতাবেক রাজীব ঘনিষ্ঠ বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, পার্থপ্রতীম চট্টোপাধ্যায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষও আজই যাচ্ছেন দিল্লি। বিকেল ৪ টা ১০ এর এই বিশেষ বিমানে তাঁরা রওনা দিয়েছেন বলে জানা যায়। সন্ধ্যা ৭ টা নাগাদ সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে তাঁরা ‘পদ্ম ফুল’ হাতে তুলে নেবেন বলে জানা গেছে। রওনা দেওয়ার প্রাক্কালে, আজ সকালেই এক সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রাজীব জানিয়েছেন, “মন খারাপ থাকলেও, তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় এখন অতীত। শাহের কাছে আঁচল পেতে উন্নয়ন চাইব।”

thebengalpost.in
রাজীব বন্দ্যোপাধ্যায় :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   এখনই খুলছেনা দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, তারকেশ্বর ও তারাপীঠ এর মন্দির ]

তৃণমূল কংগ্রেস শুধু নয়, রাজ্য রাজনীতিতেও রাজীব বন্দ্যোপাধ্যায় সেই ব্যতিক্রমী ব্যক্তিত্ব, যিনি ‘উন্নয়ন’ কেই সর্বাধিক প্রাধান্য দিয়েছেন। দুর্নীতির দাগ যে বিধায়ক বা মন্ত্রীকে সামান্যতমও কালিমালিপ্ত করতে পারেনি, তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই তিনিই বিগত বেশ কয়েকমাস ধরে দলের মধ্যে ‘স্তাবকতার রাজনীতি’ নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছিলেন। শুভেন্দু ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী’র মন্ত্রিত্ব ও দল ছাড়ার পর প্রকাশ্যে জানিয়েছিলেন, ‘দলের মস্ত বড় ক্ষতি হল এরকম জননেতা দল ছাড়ায়।” শুভেন্দু বিজেপি’তে যাওয়ার পর বারবার রাজীবকে আহ্বান জানিয়েছেন, তৃণমূলে ‘কর্মচারী’ হয়ে না থেকে, বিজেপি’তে আসতে। সময় নিয়েছেন রাজীব। তবে, শুভেন্দু’র পথেই পা বাড়িয়েছেন অবশেষে। আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও, শুভেন্দু অধিকারী’র পর যাঁকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে, তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়। দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় রাজীব বন্দ্যোপাধ্যায়’কে জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ‘স্পেশাল’। সেকথা স্বীকার করে নিয়েছেন স্বয়ং রাজীব বন্দ্যোপাধ্যায়ও। অমিত শাহ তাঁকে ‘বিশেষ’ ভাবেন বলেই হয়তো, ২৪ ঘন্টাও অপেক্ষা করেননি, শনিবারই পাঠিয়ে দিয়েছেন ‘বিশেষ বিমান’। এদিকে, ডুমুরজলা র আগামীকালের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। একইসঙ্গে, বিজেপির বিশেষ সূত্র আজ বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছে, “অমিত শাহ খুব শীঘ্রই রাজ্যে আসছেন, তিনি ঠাকুরনগরের সভায় সশরীরে উপস্থিত হবেন বলে জানিয়েছেন। এমনকি অমিত জী ঠাকুরনগরের মঞ্চ খুলতেও নিষেধ করেছেন।”

[ আরও পড়ুন -   শুভেন্দু অধিকারীর বাড়িতে প্রশান্ত কিশোর, ঘাটালে 'নেত্রী' আর 'আন্দোলন' কে স্মরণ করেও 'এগিয়ে যাওয়ার' বার্তা মেদিনীপুরের ভূমিপুত্রের ]