দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর ও কলকাতা, ১৬ সেপ্টেম্বর : সিপিআই (এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের স্ত্রী, মহিলা নেত্রী ঊষা মিশ্রের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে মঙ্গলবার। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার খাকুড়দা’তে মিশ্রের পৈতৃক ভিটেতে (ঊষা মিশ্রের শ্বশুরবাড়ি) ছিলেন বলে জানা গেছে। কিন্তু, জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ থাকায় তাঁকে মঙ্গলবার রাতেই কলকাতার বেলেঘাটা আইডি’তে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে দলীয় সূত্রে। আর এ জন্যই, সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আগামী পাঁচ দিনের জন্য নিজের সমস্ত কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার, রাত্রি ১০ টা নাগাদ এক প্রেস বিবৃতি জারি করে দলের তরফে জানানো হয়েছে, “সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্রের স্ত্রী, মহিলা নেত্রী ঊষা মিশ্র করোনা পজিটিভ হয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই কারণে সূর্য মিশ্রকেও আপাতত হোম কোয়ারান্টিনে থাকতে হবে। মিশ্র জানিয়েছেন, চিকিৎসকের নির্দেশমতো পরীক্ষা করিয়ে নেগেটিভ হলে বাইরে বেরোতে পারবেন। আগামী পাঁচ দিন যে সমস্ত পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেগুলিতে তিনি যোগ দিতে পারবেন না।” আপাতত, দলের লড়াকু সৈনিক ঊষা মিশ্রের প্রার্থনায় সিপিআই(এম) কর্মী-সমর্থকেরা।





