ভোটের আগে উত্তপ্ত নারায়ণগড়! তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় উত্তেজনা

thebengalpost.in
ভোটের আগে উত্তপ্ত নারায়ণগড় :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ মার্চ: ভোটের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল নারায়নগড়। শাসক-বিরোধী দুই দলের পক্ষেই একে অপরকে হামলার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে যে, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট প্রচার সেরে ফেরার পথে বেলদার রামাগ্রামের কাছে কিছু দুষ্কৃতী তাঁর গাড়ি ভাঙচুর করে। মারধর করা হয় কর্মী সমর্থকদেরও। ঘটনায় আহত হয়েছেন এক তৃণমূলকর্মী। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে।

thebengalpost.in
ভোটের আগে উত্তপ্ত নারায়ণগড় :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

পাশাপাশি, বিজেপি অভিযোগ করে যে, তৃণমূল কর্মীরা বহিরাগতদের দিয়ে অশোক জানা নামে বিজেপির এক নির্বাচিত পঞ্চায়েত সদস্যকে মারধর করে। বৃহস্পতিবার রাতেই তাকে ভর্তি করা হয় বেলদা গ্রামীন হাসপাতালে। এদিকে, এই ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। তবে, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন -   "দ্বিতীয় ঢেউ" পশ্চিম মেদিনীপুরে! একদিনে সংক্রমিত ২২ জন, মেদিনীপুরে ৯, খড়্গপুরে ৭, প্রস্তুত শালবনী