দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: যত কান্ড কেশপুরে! বিজেপি’র বুথ সভাপতির বাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মহিষদা এলাকায়। বিজেপি’র বুথ সভাপতি উত্তম নায়েকের অভিযোগ, “রবিবার রাতের অন্ধকারে কে বা কারা আগুন লাগিয়ে দেয় আমার বাড়িতে!” এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও, ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির জিনিসপত্র। তবে, হতাহতের কোনো খবর নেই। অন্যদিকে সর্বস্ব হারিয়ে কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে বুথ সভাপতি উত্তম নায়েক সহ পরিবার পরিজনের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেশপুর থানার পুলিশ। তদন্ত শুরু করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, কেন্দ্রীয় বাহিনীর টহলের মধ্যেও এই ধরনের ভয়ঙ্কর ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি তন্ময় ঘোষের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। যদিও, বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কেশপুর ব্লক মাইনোরিটি সেলের সভাপতি হাবিবুর রহমান বলেন, “এই ঘটনার সঙ্গে কোনোভাবেই তৃণমূল জড়িত নয়। তৃণমূল ঘর পোড়ানোর রাজনীতি করে না।” তাঁর পাল্টা অভিযোগ, “আমরা বিগত দিনে দেখেছি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল সিপিআইএম।”








