দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৩০ এপ্রিল: প্রচন্ড রৌদ্রের দাবদাহের মধ্যেও কর্তব্যে অবিচল থাকতে হয় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের। একটু শীতলতার জন্য সাধারণ মানুষ যখন উন্মুখ হয়ে ওঠে, সেই সময়ও “ছায়া” খোঁজার উপায় নেই তাঁদের! ৪০-৪২ ডিগ্রি তাপমাত্রায়, তীব্র রোদের অভিঘাত সহ্য করেও যানবাহন নিয়ন্ত্রণ করে, দুর্ঘটনার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে অঙ্গীকার বদ্ধ তাঁরা। এবার, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের অধীন মেদিনীপুর ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ তাঁদের প্রতি “সমব্যাথী” হলেন। ভর-দুপুরে তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে, ওআরএসএল (ORSL) ও ঠান্ডা জল।


Whatsapp Group এ
কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগে খুশি ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। ভরখর দুপুরে, ঠান্ডা জলে একটু গলা ভিজিয়ে নেওয়া আর শরীর টুকু সুস্থ রাখার জন্য ORSL পান করা, ডিউটি পালন করার মাঝে এটুকু অন্তত শান্তি! বাকি সময় জুড়ে তো অসহ্য রৌদ মাথায় নিয়ে, ভিড়ভাট্টা আর যানবাহন নিয়ন্ত্রণের নিত্য যন্ত্রণা! মেদিনীপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হল, তাই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।










