সরকারি কর্মীদের ৫০ শতাংশ হাজিরা, বেসরকারিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ এর পরামর্শ! ভয়াবহ সংক্রমণ আর মৃত্যু-মিছিলের মুখে নতুন লড়াইয়ের প্রস্তুতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ এপ্রিল:গত চব্বিশ ঘণ্টায় দেশে সংক্রমণ ২ লক্ষ ৬১ হাজার ৫০০, মৃত্যু ১৫০১ জনের! রাজ্যে করোনা সংক্রমিত ৭ হাজার ৭১৩ জন, মৃত্যু ৩৪ জনের। এর থেকে ‘ভয়াবহ’ পরিসংখ্যান আর কি হতে পারে! বিশেষজ্ঞদের আশঙ্কা’কেই সত্যি প্রমাণিত করে করোনার দ্বিতীয় ঢেউ দিন দিন মারাত্মক রূপ ধারণ করছে। এই পরিস্থিতিতে একপ্রকার বাধ্য হয়েই ১১ দফা নির্দেশিকা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী, অফিস, আদালত, দোকান, বাজার সর্বত্র মাস্ক ব্যবহার এবং দূরত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ হয়েছে। প্রতিটি অফিস, সরকারি ও বেসরকারি ক্ষেত্র ধারাবাহিকভাবে স্যানিটাইজ করার কথা বলা হয়েছে। এছাড়াও, সরকারি অফিসে হাজিরা ৫০ শতাংশ করা হয়েছে। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই ৫০ শতাংশের বেশি হাজিরা বরদাস্ত করা হবে না! বেসরকারি অফিস গুলিকে পুনরায় Work from Home শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।

thebengalpost.in
রাজ্য সরকারের নির্দেশিকা :

thebengalpost.in
রাজ্য সরকারের ১১ দফা নির্দেশিকা :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

ইতিমধ্যে, কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মাস্ক না পরে স্টেশন চত্বরে প্রবেশ করলেই ৫০০ টাকা ফাইন। উত্তর প্রদেশ সরকার জানিয়ে দিয়েছে, মাস্ক না পরে বাইরে বেরোলেই ফাইন করবে পুলিশ প্রশাসন। এবার, পশ্চিমবঙ্গ সরকারও ঘোষণা করেছে, মাস্ক পরে বাইরে বেরোতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। গণ পরিবহনের ক্ষেত্রেও মাস্ক ব্যবহার ও স্যানিটাইজেশনের উপর নির্দেশিকা জারি করা হয়েছে। অন্যদিকে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করে জানিয়েছেন, “RT-PCR টেস্ট ছাড়া বাইরের কাউকে এ রাজ্যে প্রবেশ করতে দেওয়া যাবেনা। নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করুক। নাহলে রাজ্যে সংক্রমণ বৃদ্ধি পেলে, তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।”

thebengalpost.in
মাস্ক না পরলেই ৫০০ টাকা ফাইন :

আরও পড়ুন -   এবার করোনা সংক্রমিত পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, আরোগ্য কামনায় অনুগামীরা