দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৫ মে: পূর্ণ লকডাউন নয়। বৃহস্পতিবার থেকে আংশিক লকডাউন আরও কঠোর হচ্ছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই, রাজ্যে লোকাল ট্রেন বন্ধ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, মেট্রো ও সরকারি পরিবহন কমিয়ে অর্ধেক করে দেওয়া হচ্ছে। দেখে নিন অন্যান্য নির্দেশগুলি।


Whatsapp Group এ

১. বৃহস্পতিবার থেকে বন্ধ লোকাল ট্রেন
২. মেট্রো সহ সরকারি পরিবহন অর্ধেক
৩. বাজার- সকাল ৭ টা থেকে ১০ টা ও বিকেল ৫ টা থেকে ৭ টা।
৪. গয়নার দোকান- দুপুর ১২ টা থেকে ৩ টা
৫. সরকারি ও বেসরকারি দফতরে ৫০ শতাংশ হাজিরা। বাকিরা ওয়ার্ক ফ্রম হোম
৬. ব্যাঙ্ক- সকাল ১০ টা থেকে দুপুর ২ টো
৭. বাইরে থেকে এলে ১৪ দিনের কোয়ারেন্টিন
৮. ৫০ জনের বেশি জমায়েত নয় যেকোনও সামাজিক অনুষ্ঠানে
৯. বিমানের ক্ষেত্রে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক
১০. বার, রেস্টুরেন্ট, শপিং মল, সিনেমা হল, সুইমিং পুল প্রভৃতি বন্ধ সহ বাকি নিয়মগুলি অপরিবর্তিত থাকবে। যথারীতি খোলা থাকবে জরুরি পরিষেবা ও জরুরি পণ্যের দোকান।









