মেদিনীপুর ও খড়্গপুর সহ জেলায় জোর নাকা চেকিং! ধরা পড়ল একাধিক দুষ্কৃতী, উদ্ধার কয়েক লক্ষ টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: নির্বাচনের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর-খড়্গপুর সহ বিভিন্ন জায়গায় জোর নাকা চেকিং (তল্লাশি) শুরু হল কেন্দ্র ও রাজ্য পুলিশের তরফে। খড়্গপুর শহরে ও মেদিনীপুর শহরে একাধিক সন্দেহভাজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে মেদিনীপুর শহরের ধর্মা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কৃতী’কে গ্রেপ্তার করে, আজ আদালতে তুলেছিল কোতোয়ালি থানার পুলিশ। মেদিনীপুর শহরের জর্জ কোর্ট সংলগ্ন এলাকার দুই যুবক যথাক্রমে- বিল্টু পাল ও সেখ রাজা নামে এই দুই যুবককে গ্রেফতার করা হয়। গতকাল খড়্গপুর শহরের বারবেটিয়া থেকেও ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া এক দুষ্কৃতীকে অস্ত্র সহ গ্রেফতার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।

thebengalpost.in
জর্জ কোর্টে তোলা হল দুই দুষ্কৃতীকে :

[ আরও পড়ুন -   বছরের শেষ দিনেও দুর্ঘটনা! মেদিনীপুরে আগুনে ভস্মীভূত ৬ টি দোকান ]

এদিকে, খড়্গপুর শহরের কৌশল্যার কাছে কেন্দ্রীয় বাহিনীর নাকা চেকিং চলাকালীন তিনটে গাড়ি থেকে প্রায় সাত লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। এদের মধ্যে দুটি গাড়িতে থাকা দু’জন যথাক্রমে দাঁতনের ঘোলাইয়ের দুই ইঁট ব্যবসায়ী । তাদের দাবি রয়ালটি জমা দেওয়ার জন্য টাকা নিয়ে ব্লক ভূমি দফতরে যাচ্ছিলেন। পুলিশের বক্তব্য, উপযুক্ত নথি তাদের কাছে ছিল না। অন্য গাড়িতে থাকা একজন রেলের ঠিকাদার বলে জানা গেছে। কিসের টাকা, কোথাকার টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে, খড়্গপুরের কৌশল্যার ফাঁড়িতে পৌঁছেছিলেন কেন্দ্রীয় বাহিনীর ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং খড়্গপুর টাউন থানার পুলিশ। প্রসঙ্গত, এর আগেও নির্বাচনের আগে একাধিক গাড়িতে প্রচুর টাকা উদ্ধার করেছিল খড়্গপুর টাউন থানার পুলিশ। জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সোমবার জানিয়েছেন, “নাকা তল্লাশি চালিয়ে যাওয়া হবে।”

thebengalpost.in
খড়্গপুর শহরে নাকা চেকিং :

[ আরও পড়ুন -   বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ভূষিত হলেন বিশেষ সম্মানে ]