দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ মে: পারিবারিক বিবাদের জেরে পশ্চিম মেদিনীপুরে ছেলের হাতে খুন হলেন বাবা! গুনধর ছেলেকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত বেনাপুর এলাকার। মৃত ব্যক্তি’র নাম কালাচাঁদ পাতর। বয়স ৬৪। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা ও ছেলের আলাদা সংসার। চাল শেষ হয়ে যাওয়ায়, বাবার কাছে চাল চেয়েছিল ছেলে বিদ্যাধর পাতর। তা দিতে রাজি হয়নি বাবা। এর পরেই কুড়ুল দিয়ে হামলা চালায় গুণধর ছেলে। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় গভীর রাতে নিজের বাড়িতেই মৃত্যু হয় কালাচাঁদ পাতরের।


Whatsapp Group এ

শনিবার সকালে স্থানীয় বাসিন্দাদের মারফত খবর যায় খড়্গপুর গ্রামীণ থানায়। খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) দীপক সরকারের নেতৃত্বে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ গুণধর ছেলে বিদ্যাধর পাতরকে গ্রেফতার করে খড়্গপুর গ্রামীণ থানার নিয়ে আসে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, আংশিক লকডাউন শুরু হওয়ার সাথে সাথেই অভাবের সংসারে চাল নিয়ে এই ধরনের পারিবারিক বিবাদে, সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই!









