দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ মার্চ: বিধানসভা নির্বাচনের মুখে জেলা জুড়ে বিক্ষিপ্ত রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে চলেছে! এদিকে, কেন্দ্র ও রাজ্য পুলিশের টহল এবং নাকা তল্লাশিও চলছে জোরদার ভাবে। বুধবার সকালে দাসপুর থানার খুকুড়দহতে দাসপুর থানার পুলিশ নাকা চেকিং করার সময় অশোক প্রধান নামে এক ব্যক্তির কাছ থেকে ১১ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার করে! পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশোক বাবু নন্দকুমার থেকে আসছিলেন। তিনি পুলিশকে জানান, গড়বেতার এক আলু ব্যবসায়ীকে তিনি ওই টাকা দিতে যাচ্ছিলেন। এদিকে, তাঁর সঙ্গে বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ ওই টাকা আটক করে।

জানা যায়, অশোক বাবু একটি সুইফট ডিজায়ার গাড়িতে করে আসছিলেন।দাসপুর থানার পুলিশ নাকা চেকিং করার সময় খুকুড়দহ তে ওই গাড়ি আটকায় এবং টাকাগুলি সিজ করে। প্রামাণ্য নথি দেখিয়ে টাকা নিয়ে যাওয়ার কথা বলা হয়। অন্যদিকে, মেদিনীপুর সদর ব্লকের ‘বারুদের গুদাম’ হিসাবে পরিচিত ছেড়ুয়াতে আজ কেন্দ্রীয় বাহিনী ও কোতোয়ালি থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে প্রচুর শব্দবাজি উদ্ধার করে। এলাকাবাসীকে এই বিষয়ে সচেতন করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।








