মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে মোহনপুর ব্রিজের “যানজট” থেকে এখনই মুক্তি নেই! “দ্রুততার সঙ্গে কাজ চলছে” বললেন আধিকারিক

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৩ মে: “দ্রুততার সঙ্গে কাজ চলছে, তবে কবে শেষ হবে এখনই বলা সম্ভব নয়”! মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে গুরুত্বপূর্ণ মোহনপুর ব্রিজ (বীরেন্দ্র শাসমল সেতু) সংস্কারের কাজ সম্পর্কে রবিবার এমনই মন্তব্য করলেন NH- 2 এর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বা আধিকারিক প্রলয় চক্রবর্তী। প্রসঙ্গত উল্লেখ্য, এই সেতুটির সংস্কারের কাজের জন্য গত ২-৩ মাস ধরেই ভোগান্তি চলছে দুই শহর সহ একাধিক জেলার যাত্রীদের। যানজট সমস্যায় জেরবার হচ্ছেন গুরুত্বপূর্ণ কাজে বেরোনো সাধারণ মানুষ। যানজটের জন্য এই সেতুটুকু পারাপার করতেই কখনও লেগে যাচ্ছে ১০-১৫ মিনিট তো কখনও ৩০-৩৫ মিনিট। এই মুহূর্তে সেতুর উপর রাস্তাটির কাজ চলছে। ফলে, সেতুর একটা দিক বন্ধ রেখে কাজ চালানো হচ্ছে। আরেকটা দিক যানবাহন চলাচলের জন্য খোলা রাখা হয়েছে। আর এর ফলেই যানজট হচ্ছে। লকডাউনে যানজট কিছুটা কম হলেও, সমস্যা হচ্ছে সংকটজনক রোগীদের অ্যাম্বুল্যান্স নিয়ে! তবে, ট্রাফিক পুলিশ রেখেই কাজ চালানো হচ্ছে। তাতে অন্তত আগের থেকে ভোগান্তি অনেকটাই কমেছে! অ্যাম্বুল্যান্স গুলিও যাতে দ্রুত পের করে দেওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে। তবে, ভোগান্তি থেকে পুরোপুরি মুক্তি কবে মিলবে, তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত আধিকারিক।

thebengalpost.in
যানজটে আটকে পড়ছে অ্যাম্বুল্যান্সও :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

প্রসঙ্গত উল্লেখ্য, দুই শহর ও একাধিক জেলার মধ্যে সংযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ এই সেতুটি খোলনলচে সংস্কার করা হচ্ছে দীর্ঘ অনেক বছর পর। কয়েক কোটি টাকা খরচ করে সেতু, সেতুর উপর রাস্তা, গার্ড ওয়াল এবং রঙের কাজ হবে বলে আগেই জানিয়েছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। জেলার পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষও জানিয়েছিলেন, দ্রুত কাজ শেষ করার জন্য বলা হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। তবে, বিভিন্ন কারণেই প্রথম দিকে কাজ শুরু হতে দেরি হয়েছে। তবে, গত ১ মাস ধরে অত্যন্ত দ্রুততার সাথে কাজ চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু, কাজ শেষ হবে কবে? লকডাউনের মধ্যেই (৩০ মে) কি রাস্তার কাজ শেষ করা হবে? এই প্রশ্নের উত্তরে প্রলয় বাবু জানিয়েছেন, “জোরকদমে কাজ চলছে এবং একটানা কাজ চলছে, এই মুহূর্তে শুধু এটুকুই বলতে পারি। তবে, আরও ৪-৫ দিন পর কিছুটা আন্দাজ পাওয়া যেতে পারে, সেতুর উপর রাস্তাটির কাজ শেষ হতে ক’দিন লাগবে।” বাকি কাজ সম্পূর্ণ হতে যতদিন খুশি লাগুক তা নিয়ে ভাবছেন না সাধারণ মানুষও, আপাতত তাঁরাও তাকিয়ে আছেন সেতুর উপর নির্মিত রাস্তাটির কাজ শেষ হওয়ার অপেক্ষায়!

thebengalpost.in
একটা সাইড বন্ধ রেখে কাজ চালানো হচ্ছে :

আরও পড়ুন -   মধ্যরাতে প্রসূতির প্রাণরক্ষা করে মেদিনীপুর-খড়্গপুরকে মিলিয়ে দিলেন মোহিবুল ও মল্লিক, 'বিশ্ব স্বাস্থ্য দিবস' স্মরণীয় হয়ে থাকল