দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১ মার্চ: শুধু তৃণমূল নয়, প্রধান বিরোধী বিজেপি’ও এবার তারকা প্রার্থী নিয়ে একাধিক চমক দিতে চলেছে! আজকেই বিজেপি’তে যোগ দিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। যোগ দিয়েই তিনি জানিয়েছেন, “সোনার বাংলা গড়তে পরিবর্তন দরকার। মোদী জি’কে ভালো লাগে, অনুসরণ করি। আমাকে যোগ্য মনে করায় বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানাই।” দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়’র উপস্থিতিতে আজ শ্রবান্তী বিজেপি’তে যোগ দেওয়ার পরই তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। উড়িয়ে দিলেন না কৈলাস বিজয়বর্গীয়, বললেন- “শ্রাবন্তী সোনার বাংলা গড়ার কাজে অংশগ্রহণ করতে চায়। ওকে স্বাগত। প্রার্থী হবে কিনা দল সিদ্ধান্ত নেবে।” শ্রাবন্তী ছাড়াও বিজেপি’র তরফে রুদ্রনীল ঘোষের শিবপুর আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এছাড়াও,যশ দাশগুপ্ত, পায়েল সরকার, হিরণ, অঞ্জনা বসু, সুমন বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজনের প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে বিজেপি থেকে।

এদিকে, তৃণমূলের দুই বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এবং দেবশ্রী রায় এবার আর প্রার্থী হচ্ছেন না বলে সূত্রের খবর। তার বদলে একাধিক নতুন মুখ নিয়ে আসতে চলেছে তৃণমূল। এদের মধ্যে ।যাদের প্রার্থী হওয়া এক প্রকার নিশ্চিত তাঁরা হলেন, অভিনেতা ও তৃণমূল যুব সহ-সভাপতি সোহম চক্রবর্তী, ক্রিকেটার মনোজ তিওয়ারি, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ প্রমুখ। এছাড়াও, সুদেষ্ণা রায়, জুন মালিয়া, সাহিত্যিক অনন্যা চট্টোপাধ্যায়, ফুটবলার সৌমিক দে সহ কয়েকজনেরও প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওড়া উত্তরের প্রাক্তন বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা’র জায়গায় মনোজ তিওয়ারি এবং উত্তরপাড়া আসনে প্রবীর ঘোষালের পরিবর্ত হিসেবে সৌমিক দে’র নাম উঠে আসছে। উল্লেখ্য যে, তৃণমূল কংগ্রেস এবার তরুণ বা যুব মুখের উপর জোর দিচ্ছে। একইসাথে, দেবশ্রী রায়ের মতো যে সমস্ত প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ আছে তাদেরকে তাদেরকে প্রার্থী তালিকা থেকে বাদ দিতে চলেছে। সেক্ষেত্রে অনেকের ভাগ্যেই শিকে ছিঁড়তে চলেছে বলে অনুমান। এদিকে, আজ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হওয়ার খবর থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়, বিভিন্ন কারণে। গতকালই খসড়া প্রার্থী তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পরও, আজ ঘোষণা পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে রাজনৈতিক মহলের অভিমত, বেশ কয়েকটি পরিবর্তন করা হতে পারে খসড়া তালিকায়। মহিলা ও যুব প্রার্থী বাড়ানো হচ্ছে। কয়েকটি সংখ্যালঘু মুখও যুক্ত হতে চলেছে বলে সূত্রের খবর। ৮০ বছরের বেশি বয়সীরা বাদ পড়ছেন এবার। সেক্ষেত্রে, যুব মুখ হিসেবে দেবাংশু ভট্টাচার্য, তৃণাঙ্কুর ভট্টাচার্য, সুপ্রকাশ গিরি, নির্মাল্য চক্রবর্তী প্রমুখদের কপালে শিকে ছিঁড়তে চলেছে বলে সূত্রের খবর। আগামী বুধবার (৩ রা মার্চ) বিকেলে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বলে সূত্রের খবর।

অন্যদিকে, এবার বামেদের প্রার্থী তালিকা তেও বেশ কিছু তারকা-মুখ এবং যুব মুখ থাকতে পারে বলে সম্ভাবনা! বাদশা মৈত্র, সব্যসাচী চক্রবর্তী সহ কয়েকজন প্রার্থী হতে পারেন বলে জানা যায়। একাধিক যুব নেতা-নেত্রী বামেদের প্রার্থী হতে পারেন বলেও সূত্রের খবর। এদিকে, আজ বাম-কংগ্রেসের বৈঠকে আসন-রফা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। অপরদিকে, আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে আর জে ডি প্রধান তেজস্বী যাদব তৃণমূলকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদবও অডিও বার্তায় তৃণমূল কংগ্রেস কে সমর্থন করার কথা জানিয়েছেন।








