বিশেষ প্রতিবেদক, কলকাতা, ১০ সেপ্টেম্বর: ফের পড়ুয়াদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের আবেদন অনুযায়ী, ১২ সেপ্টেম্বরের (শনিবারের) নির্ধারিত লকডাউন তুলে নিলেন তিনি। আজ (বৃহস্পতিবার) দুপুর বারোটা নাগাদ নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা করেন। ১৩ সেপ্টেম্বর (রবিবার) NEET অর্থাৎ সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা’র আয়োজন করা হয়েছে। কিন্তু, তার আগের দু’দিন, অর্থাৎ ১১ (শুক্রবার) ও ১২ (শনিবার) সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে পূর্ণ লকডাউনের কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই পরীক্ষার আগে টানা দু’দিনের লকডাউনে সমস্যায় পড়তে পারতেন, দূর–দূরান্ত থেকে আসা পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। সেই সমস্যার’র কথা ভেবেই ইতিবাচক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।


Whatsapp Group এ

বৃহস্পতিবার দুপুরে টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যে, নিট (NEET) পরীক্ষার্থীদের কথা ভেবে পূর্বঘোষিত ১২ সেপ্টেম্বরের (শনিবার) সার্বিক লকডাউন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। তিনি টুইটে লিখেছেন, সরকার ১১ ও ১২ সেপ্টেম্বরের লকডাউন আগে থেকেই ঘোষণা করেছিল। তবে, ১৩ সেপ্টেম্বরের নিট ২০২০ পরীক্ষা’র কথা ভেবে এবং বিভিন্ন ছাত্র সংগঠন সহ সংশ্লিষ্ট মহলের আবেদন মেনে ১২ সেপ্টেম্বরের লকডাউন তুলে নেওয়া হচ্ছে। তিনি, নিট (NEET) পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানিয়েছেন।









