দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩ ডিসেম্বর: ফের কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার রাজ্যের সাড়ে ৯ লক্ষ ছাত্র-ছাত্রীকে অনলাইন ক্লাস করার জন্য ট্যাব দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি৷ একাদশ ও দ্বাদশ শ্রেণি এবং হাই মাদ্রাসার পড়ুয়াদের দেওয়া হবে এই ট্যাব৷ পাশাপাশি, স্কুলগুলি থেকে যাতে অনলাইন ক্লাস করাতে পারে, সেই জন্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল সহ ও মাদ্রাসাগুলিকে একটি করে কম্পিউটার দেওয়ার কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে মোট ১৪ হাজার হায়ার সেকেন্ডারি স্কুল এবং ৬৩৬টি মাদ্রাসা রয়েছে৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে, “বেশিরভাগ ছেলেমেয়েকে অনলাইনে পড়াশোনা করতে হচ্ছে৷ কিন্তু, অনেক পরিবারের কাছেই একটা কম্পিউটার, ট্যাব এমন কি মোবাইল ফোনও নেই৷ ফলে সেই সমস্ত পরিবারের ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস করতে পারছে না৷ তাই আমার সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে একটি করে ট্যাব দেওয়া হবে৷ যাতে তারা অনলাইন ক্লাস করতে পারে৷” পাশাপাশি, স্নাতক বা স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত এই ট্যাব ছাত্রছাত্রীদের কাজে লাগবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷

অপরদিকে, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক কিস্তি ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী জানুয়ারি (২০২১) থেকে ৩% ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। তিনি বলেন, পে-কমিশনের জন্য অতিরিক্ত ২ হাজার কোটি টাকা খরচ হচ্ছে। তাই, আপাতত ৩% ডিএ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীদের চাকরির নিশ্চয়তা বেশি বলেও তিনি জানান। এদিন তিনি আরটি-পিসিআর টেস্টের খরচ ৩০০ টাকা কমিয়ে, ৯৫০ টাকা করে দেন, বিভিন্ন বেসরকারি ল্যাবরেটরির ক্ষেত্রে।







