বয়স তার সবে চার,‌ সাজিয়ে কীর্তির সম্ভার, জিতে নিল ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ পুরস্কার

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, উঃ ২৪ পরগণা, ১ ফেব্রুয়ারি : সদ্য চার পূর্ণ করে পাঁচে পা দিয়েছে মাহির। এই বয়সেই নিজের অনন্য সব কীর্তি আর প্রতিভার পরিচয় দিয়ে জিতে নিয়েছে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ (India Book of Records) পুরস্কার। ২০১৬ সালের ৮ ই নভেম্বর জন্মগ্রহণ করেছে সৈয়দ মাহির চৌধুরী। বাবা সৈয়দ মোকসুদুর চৌধুরী কর্মসূত্রে ব্যারাকপুর- ১ বিডিও অফিসের কর্মী। দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দা হলেও তাই উঃ ২৪ পরগণার ব্যারাকপুরেই থাকতে হয় তাঁদের। মা মনিরা আহমেদ একমাত্র পুত্র মাহির’কে সব বিষয়েই ‘মাহির’ (পটু/পারদর্শী) করে তোলার সাধনার সঙ্গে সঙ্গে, নিজেও বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। মাহিরের নানা কীর্তির পরিচয় দিয়ে, ২০২০ সালের নভেম্বর মাসেই ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ এর জন্য আবেদন জানিয়েছিলেন তাঁরা। ডিসেম্বর মাস নাগাদ সেই আবেদনের যথার্থতা খুঁজে পান ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ কর্তৃপক্ষ। মাহিরকে তাঁরা এই পুরস্কারের জন্য মনোনীত করেন। সম্প্রতি, জানুয়ারি মাসের শেষের দিকে মাহিরের কাছে এসে পৌঁছেছে স্বপ্নের ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’পুরস্কার।

thebengalpost.in
সৈয়দ মাহির চৌধুরী (Syed Mahir Chowdhury) :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   বিজেপি'র বুথ সভাপতির নেতৃত্বে সাঁকরাইলে এক 'করোনা যোদ্ধা'র উপর হামলা, ভর্তি মেদিনীপুর মেডিক্যালে, পরিবারের পাশে জেলাশাসক ]

চার বছর বয়সে মাহির কি কি পারে, একনজরে দেখে নেওয়া যাক- ১. A থেকে Z পর্যন্ত বলতে, লিখতে ও কম্পিউটারে টাইপ করতে পারে। ২. Z থেকে A পর্যন্ত পুনরায় বলতে পারে। ৩. A থেকে Z পর্যন্ত প্রতিটি বর্ণ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ ও বিকল্প শব্দ (যেমন, a- ant/apple/angel) উচ্চারণ করতে পারে। ৪. বাংলা বর্ণমালা মুখস্থ বলতে পারে। ৫. 1 থেকে 100 পর্যন্ত বলতে ও লিখতে পারে। ৫. 30 থেকে 1 পর্যন্ত (উল্টো দিক থেকে) পুনরায় বলতে পারে। ৬. ৩৫ টি দেশের রাজধানীর নাম তটস্থ। ৭. দেহের ২৩ অঙ্গ-প্রত্যঙ্গ বাংলা ও ইংরেজিতে বলতে পারে। ৮. ১২ ধরনের আকৃতি, ১৩ টি রং, ১২ টি ফুল, ২৮ টি ফল, ২৫ টি সবজি, ৪৫ টি পশু, ১৮ টি পাখির বাংলা ও ইংরেজি নাম জানে সে। ৯. ইংরেজিতে ২০ টি বিপরীতার্থক শব্দ (Antonyms) বলতে পারে। ১০. পাজল গেমের সমাধান ও ১২০ টি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর দিতে পারে মাহির। এছাড়াও, ২৫ টি বাংলা ছড়া ও একাধিক ইংরেজি রাইমস মুখস্থ তার। ইতিমধ্যে, অনলাইনে ও স্থানীয় বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতাতেও সফল হয়েছে সে। মাহিরের বাবা মোকসুদুর বাবু বললেন, “ছোটো থেকেই ও মনোযোগী। আমরা বিশেষ চাপ দিইনা। ও নিজে থেকেই বিভিন্ন বিষয়ে আগ্রহী, আর ওর মা যা শেখায় দ্রুত রপ্ত করে নিতে পারে, ইশ্বর বা আল্লাহর আশীর্বাদে।”

thebengalpost.in
India Book of Records এর Certificate :

thebengalpost.in
মেডেল নিয়ে মাহির :

[ আরও পড়ুন -   চতুর্থ জন্মদিনেই 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস' এর স্বীকৃতি অর্জন মেদিনীপুরের 'বীরপুরুষ' অদ্রীশের ]