দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৩ অক্টোবর : আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কপিল দেব। আজ (২৩ অক্টোবর) সকালে, হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। তাঁকে আপাতত দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা এখনো স্থিতিশীল নয়।

কপিল দেবের এই অসুস্থতার খবর টুইটারে পোস্ট করেন টিনা ঠাকরে নামক এক ক্রীড়াসাংবাদিক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অ্যানজিওপ্লাস্টি হয়েছে কপিল দেবের। ১৯৮৩ সালে ভারত প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল কপিল দেবের হাত ধরেই। সেই সময়কার প্রথমসারির ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে প্রথমবার বিশ্বকাপ জয় করে ভারত। স্বাভাবিকভাবেই, ক্রিকেটপ্রেমীদের চিন্তার কারণ হয়ে উঠেছে প্রিয় প্রাক্তন অধিনায়ক এবং ক্রিকেটার কপিল দেবের শারীরিক অসুস্থতা।
বিজ্ঞাপন





