দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, শালবনী, ২৩ নভেম্বর: করোনা আবহের মধ্যেই শুরু হয়েছে “জঙ্গলমহল কাপ- ২০২০” এর। জঙ্গলমহলের ৫ টি জেলা, যথাক্রমে- পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলার একাংশ’কে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ফুটবল হলেও, কাবাডি, তীরন্দাজি (আর্চারি) প্রভৃতির সাথে সাথে, জঙ্গলমহলের একান্ত নিজস্ব লোক সংস্কৃতির অঙ্গ হিসেবে পরিচিত ছৌ, ঝুমুর এবং আদিবাসী নৃত্যও এই প্রতিযোগিতার অন্তর্ভুক্ত। মুখ্যমন্ত্রীর সাধের এই “জঙ্গলমহল কাপ” পরিচালনার দায়িত্বে থাকে যথাক্রমে- রাজ্য পুলিশ, জেলা পুলিশ এবং জঙ্গলমহলের থানা গুলি। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় এবং শালবনী থানার আয়োজনে আজ উদ্বোধন হল, পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিযোগিতা গুলি। শালবনীর নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে আজ (২৩ নভেম্বর) পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রশ্মি কমল এবং জেলা পুলিশ সুপার এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন সকাল ১১ টা নাগাদ। উপস্থিত ছিলেন, শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাত, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজিত মাইতি, অতিরিক্ত পুলিশ সুপার কাজী সামসুদ্দিন আহমেদ, মেদিনীপুর সদরের নবনিযুক্ত মহকুমাশাসক নীলাঞ্জন ভট্টাচার্য, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি, শালবনীর বিডিও সঞ্জয় মালাকার এবং শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস প্রমুখ।

প্রায় এক মাস ধরে চলবে এই জঙ্গলমহল কাপ- ২০২০। প্রথমে খেলা হবে, থানা পর্যায়ে। এরপর ধাপে ধাপে, জেলা পর্যায়ে ও রেঞ্জ (জঙ্গলমহলের ৫ টি জেলাকে নিয়ে) পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে, পশ্চিম মেদিনীপুরে সহ সমগ্র জঙ্গলমহলেই করোনা’র প্রকোপ অনেকটাই কমেছে। তাই, মহা সমারোহে আজ শালবনী স্টেডিয়ামে (নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়াম) জেলার পক্ষ থেকে “জঙ্গলমহল কাপ- ২০২০”র উদ্বোধন করা হল। জেলাশাসক, পুলিশ সুপার, বিধায়ক সহ অন্যান্য অতিথিরা ফুটবলে কিক করে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। ওড়ানো হয় সাদা পায়রা এবং নীল-সাদা বেলুনও। বাজল ব্যান্ড, হল ছৌ নাচও। শালবনীতে উদ্বোধন হওয়ার সাথে সাথেই গুড়গুড়িপাল (মেদিনীপুর সদর), গোয়ালতোড় সহ বিভিন্ন থানার অধীনেও খেলাগুলি শুরু হয়ে যায় আজ থেকেই। মূলত ফুটবল ম্যাচ গুলিই আজকে শুরু হয়েছে। কারণ, সবথেকে বেশি সংখ্যক ক্লাব বা টিম অংশগ্রহণ করে ফুটবলেই। প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া সফরের মধ্যেই পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় আজ উদ্বোধন হল জঙ্গলমহল কাপের। ঝাড়গ্রামে উদ্বোধন হয়েছে, গত ২১ শে নভেম্বর।