দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ২৬ মে: নির্ধারিত সময়ের আগেই ওড়িশার ধামড়া ও বালেশ্বরের মাঝে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় যশ বা ইয়াশ (Yaas)। নর্থ ধামড়া এলাকায় আছড়ে পড়ে যশ। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়েছে যশ। বর্তমানে, ওড়িশা উপকূলের বালেশ্বর, ধামড়া এলাকায় সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস। পশ্চিবঙ্গের পূর্ব মেদিনীপুরের দীঘাতেও ফুঁসছে সমুদ্র। ঢেউ ছাড়িয়ে যাচ্ছে ৬ ফুটেরও বেশি! প্রসঙ্গত, সকাল সাড়ে ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ডফল। প্রায় ৩ ঘন্টা ধরে এই ল্যান্ডফল প্রক্রিয়া চলবে বলে জানা গেছে। অর্থাৎ দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত। তবে, ঘূর্ণিঝড়ের “আই” অংশটি আছড়ে পড়েছে (এটিকে লেজ বা টেলও বলা হচ্ছে)। এই মাঝের অংশটি ঢোকার সময় ঝড়ের বেগ ও বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যায়। তবে, সর্বোচ্চ গতিবেগ শেষ পর্যন্ত ১৮৫ কিলোমিটার হওয়ার আশঙ্কা রয়েছে!


Whatsapp Group এ

টেল অংশটি অতিক্রম করে যাওয়ার সময় ফের ঝড়ের দাপট বাড়বে। গতিবেগ ১৮০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। বাড়বে বৃষ্টির পরিমাণও। আজ সকালে সাইক্লোনের ক্লাউড ওয়াল ঢুকতে শুরু করায় ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়। সঙ্গে তুমুল বৃষ্টিসকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার। পশ্চিম মেদিনীপুরে ৬০-৭০ কিলোমিটার। সঙ্গে প্রবল বৃষ্টিপাত। সবথেকে বেশি প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুরে, প্রায় ৯০-১১০ কিলোমিটার। দীঘায় সকাল সাড়ে ৬ টায় যশের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। আছড়ে পড়ার আগেই প্রভাব দেখাতে শুরু করেছে যশ বা ইয়াশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগণাতেও চলছে বৃষ্টিপাত।










