দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৯ ডিসেম্বর : বেলা সাড়ে বারোটা নাগাদ ঐতিহাসিক মেদিনীপুর শহরে পৌঁছে, বিপ্লবী ক্ষুদিরাম বসু’র জন্মভিটে হিসেবে প্রসিদ্ধ হবিবপুরে (মাসীবাড়ি/জন্মভিটা) মেদিনীপুরের ‘অগ্নিশিশু’ অমর শহীদ: ক্ষুদিরাম বসু’র মূর্তিতে মাল্যদান করে, তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই, বিপ্লবী ক্ষুদিরাম বসু’র গ্রাম (অনেকের মতে জন্মভূমি) কেশপুর ব্লকের মোহববনী থেকে, তাঁর পরিবারের নিকটাত্মীয় তথা সদস্যদের সাথে আলাপচারিতা করেন এবং তাঁদের প্রতি প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মেদিনীপুর বিপ্লবী ক্ষুদিরাম বসু’র জন্মস্থান। এখানে পৌঁছতে পেরে আমি ধন্য। ক্ষুদিরাম বসু শুধু বাংলার নয় ভারতবর্ষের! দেশের স্বাধীনতা যুদ্ধে আত্মবলিদান দিয়েছেন। আমরা তাঁর জন্মভূমি বাংলাকে ‘সোনার বাংলা’ রূপে গড়ে তুলব।”
এদিকে, ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে শুভেন্দু অধিকারী ছাড়াও ৯ জন বিধায়ক এবং সাংসদ সুনীল মন্ডলের বিজেপি’তে যোগদানের বিষয়টি। এই ৯ জন বিধায়ক হলেন, শীলভদ্র দত্ত, সুদীপ মুখোপাধ্যায় (কংগ্রেস), তাপসী মণ্ডল (সিপিআইএম), অশোক দিন্দা (সিপিআই), সৈকত পাঁজা, দীপালি বিশ্বাস, বনশ্রী মাইতি, বিশ্বজিৎ কুন্ডু এবং সুকরা মুন্ডা। এছাড়াও, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষ তপন দত্ত, উপাধ্যক্ষ কাবেরী চ্যাটার্জি, কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি, রমাপ্রসাদ গিরি, প্রাক্তন পৌরপ্রধান প্রণব বসু, পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা, জেলা সাধারণ সম্পাদক স্নেহাশিস ভৌমিক রা ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী আর কয়েক মিনিটের মধ্যেই মঞ্চে উপস্থিত হবেন।