দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, শালবনী, ১০ ফেব্রুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী এলাকায় আজ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল এলাকার সাধারণ মানুষের সর্বক্ষণের ‘ছত্রছায়া’ রূপে পাশে থাকা ‘ছত্রছায়া’ স্বেচ্ছাসেবী সংস্থা। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বিষয় ছিল, চক্ষু পরীক্ষা শিবির। প্রায় পাঁচ শতাধিক জঙ্গলমহলবাসীকে পরিষেবা দেওয়া হয় এদিন। এদিনের শিবিরে সর্বাধিক উৎসাহও লক্ষ্য করা হচ্ছে, চক্ষু পরীক্ষা’কে কেন্দ্র করেই। তবে, সাধারণ রোগ-জ্বালা, স্ত্রীরোগ, শিশু, নাক-কান-গলা, দন্ত সহ অন্যান্য পরিষেবাও দেওয়া হয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে।

শালবনী কেন্দ্রিক ‘ছত্রছায়া’ ফেসবুক গ্রুপ হিসেবে আজকের দিনেই (১০ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠিত হয়েছিল এই সংগঠনটি। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে, বুধবার শালবনী রেলওয়ে কমিউনিটি হল প্রাঙ্গনে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিশিষ্ট চিকিত্সকদের উপস্থিতিতে এলাকার মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গ্রুপের পক্ষে নুতন ঘোষ জানান, “এদিন এলাকার পাঁচ শতাধিক মানুষের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করা হয়। যাদের প্রয়োজন হবে, তাদের বিনামূল্যে চক্ষু ছানি অপারেশনও করিয়ে দেওয়া হবে। এই শিবিরে সহযোগিতা করেছে ঘাটাল লায়নস ক্লাব। এছাড়াও, শিবিরে উপস্থিত প্রত্যেক চিকিৎসককে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।” ‘ছত্রছায়া’ আয়োজিত এদিনের শিবিরে উপস্থিত ছিলেন, শালবনীর ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নবকুমার দাস, শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস, চিকিৎসক এইচ.এম.এম আলম, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ প্রমুখ। সঞ্চালিকা হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পী পায়েল সামন্ত।








