দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, শালবনী, ৩০ জানুয়ারি: ফের হাতির হানায় মৃত্যু হল জঙ্গলমহলে! সূত্রের খবর অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের মথুরাপুর (পিড়াকাটা-ভীমপুরের কাছে) গ্রামে এক পঞ্চাশোর্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে হাতির হানায়। মৃত ব্যক্তির নাম মনসারাম মাহাত। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, আজ (শনিবার) সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে, জঙ্গল লাগোয়া একটি বাঁধের ধারে গিয়েছিলেন তিনি। সেখানেই জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে এসে, তাঁকে শুঁড়ে করে পেঁচিয়ে, তুলে আছাড় দেয়! ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনাস্থলে পৌঁছেছে পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, গত একবছরে জঙ্গলমহলের পিড়াকাটা এলাকা সহ পশ্চিম মেদিনীপুরে হাতির তান্ডবে মৃত্যু হয়েছে একাধিক মানুষের। মৃত্যু হয়েছে কয়েকটি হাতিরও। সবমিলিয়ে হাতি-মানুষের এই বৈরিতা (শত্রুতা)’র সম্পর্ক আশঙ্কায় রেখেছে প্রশাসন থেকে শুরু করে জঙ্গলমহলবাসী’কে। নিরূপায় বনদপ্তরও! স্বীকার করে নিচ্ছেন হাতি তাড়ানোর ক্ষেত্রে অসহায়তার কথা। আর এভাবেই একের পর এক মৃত্যু ও ফসল-ঘরবাড়ি সহ নানা ক্ষতির ঘটনা ঘটে চলেছে! আজকের ঘটনাতেও স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গেছে। তবে, এই ঘটনায় গ্রামবাসীরা অত্যন্ত ক্ষুব্ধ। বনদপ্তরের পক্ষ থেকে নিয়মমাফিক ক্ষতিপূরণের আশ্বাস সত্ত্বেও তাঁরা এই ধরনের দুর্ঘটনার বিষয়ে স্থায়ী সমাধান চাইছেন। তবে, আদৌ কি কোনও সমাধান সূত্র মিলবে? তা নিয়েই প্রবল দুশ্চিন্তায় সব মহল।








