নির্বাচনের প্রাক্কালে ফের কুনাল ঘোষকে ডাক দিল ইডি, মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে যাবেন তৃণমূল মুখপাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১ মার্চ: সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে তলব করল ইডি। জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১১টায় কুণাল ঘোষকে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। এই প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, “আমি নোটিশ পেয়েছি। ২০১৩ সাল থেকে আমি সমস্ত তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ সাহায্য করেছি। এবারও করবো। মঙ্গলবার নির্ধারিত সময়েই CGO কমপ্লেক্সে হাজিরা দেব।’’

thebengalpost.in
কুনাল ঘোষ :

[ আরও পড়ুন -   অত্যন্ত সংকটজনক 'ভারতরত্ন' প্রণব, আবেগঘন পোস্টে স্মৃতিচারণ কন্যার ]

এদিকে, ইডি সূত্রে জানা গিয়েছে, সারদাকাণ্ডে তদন্ত করতে গিয়ে বেশ কিছু নতুন তথ্য পেয়েছেন তাঁরা। এই বিষয়ে কুণাল ঘোষের কাছ থেকে কিছু তথ্যের প্রয়োজন আছে বলেই তলব করা হয়েছে তাঁকে। দীর্ঘদিন ধরে চলে আসছে সারদাকাণ্ডের তদন্ত। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে এই কাণ্ডের পরিপ্রেক্ষিতেই দীর্ঘদিন কারাবন্দি ছিলেন কুণাল ঘোষ। সেই অবস্থাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবিও জানিয়েছিলেন কুণাল। তবে এখন তিনি তৃণমূলের মুখপাত্র হিসেবেই প্রচার চালাচ্ছেন। এবার নির্বাচনের আগে ফের একবার সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদের কারনে তলব করা হল তাঁকে।

[ আরও পড়ুন -   প্রয়াত গায়ক ও অভিনেতা শক্তি ঠাকুর! শোকের ছায়া শিল্প জগতে ]