মোদি-ব্রিগেডের আগেই বিজেপিতে দীনেশ! হতে পারেন প্রার্থী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, দিল্লি, ৬ মার্চ: প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগেই বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। শনিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে জেপি নাড্ডার উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন দীনেশ। আজকের যোগদান পর্বের প্রসঙ্গে জেপি নাড্ডা বলেন, “দীনেশ ত্রিবেদী রাজনীতির ময়দানে অভিজ্ঞ এবং বিচক্ষণ মানুষ। খুবই ভাল উনি। একজন ভাল মানুষ এতদিন খারাপ দলে ছিলেন, এবার এলেন সঠিক দলে। ওঁকে সর্বান্তকরণে স্বাগত জানাই।” তাঁকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ রাও। শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে লিখেছেন, “তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা বিজেপিকে সমৃদ্ধ করবে।”

thebengalpost.in
মোদি-ব্রিগেডের আগেই বিজেপিতে দীনেশ ত্রিবেদী :

[ আরও পড়ুন -   সর্বভারতীয় সহ-সভাপতি পদে মুকুল, বড় পদে অনুগামী অনুপমও ]

এদিকে বিজেপিতে আসার পরই পরোক্ষভাবে তৃণমূলকে “খোঁচা” দিয়েছেন দীনেশ। তিনি বলেন, “অপেক্ষায় ছিলাম এই দিনের জন্য। বিজেপি জনতার পরিবার। আর কোনও কোনও দল নিজেদের পরিবার নিয়েই থাকে। পরিবারের সেবা করতে গিয়ে জনতার সেবা করতে ভুলে যায়।” প্রসঙ্গত উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাজ্যসভায় দাঁড়িয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন তিনি। এরপরই, তাঁর বিজেপি যোগের জল্পনা শুরু হয়। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে শনিবার বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী। সূত্রের খবর অনুযায়ী, ব্যারাকপুর বা অন্য কোন আসনে প্রার্থী হতে চলেছেন দীনেশ ত্রিবেদী। এদিকে, বিজেপি সূত্রে জানা গেছে, মোদি ব্রিগেডের শেষে ৭ ই মার্চ বিকেলে প্রার্থী ঘোষণা করবে বিজেপি।

[ আরও পড়ুন -   বিজেপির পরিবর্তন রথ মেদিনীপুর ছাড়ার পরই 'গঙ্গাজল' দিয়ে যাত্রাপথ শুদ্ধিকরণ তৃণমূল ছাত্রদের ]