মেদিনীপুর শহরের নিমতলাচক থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১০ মার্চ: মেদিনীপুর শহরের নিমতলাচক থেকে আজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ। একটি পান গুমটির ভেতর থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম পুটকা বেহারা (৫৫)। প্রসঙ্গত, গত দু-তিন দিন ধরে ওই ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে, ওই বন্ধ থাকা পান গুমটির ভেতর থেকে একটি পায়ের কিছুটা অংশ বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে! কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পরিবারের লোকেরা পুটকাকে চিহ্নিত করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

thebengalpost.in
মেদিনীপুর শহরের নিমতলাচক থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   কেশপুর ব্লকের পর দাসপুর এক নম্বর ব্লকে করোনার থাবা, একই গ্রামের তিনজন, জেলায় মোট ৬ জন আক্রান্ত একইদিনে ]

প্রসঙ্গত, পেশায় লটারির টিকিট ব্যবসায়ী পুটকা গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। নিজের বলতে কেউ ছিলনা। খুড়তুতো ভাই-দাদা’রা মাঝেমধ্যে খোঁজখবর নিত। তাই, সেভাবে চিকিৎসাও হয়নি বলে জানা গেছে। গত দু’একদিন তার ওই দোকানটিও বন্ধ ছিল। পাড়া প্রতিবেশীরা তাই দেখতেও পায়নি। জানা গেছে, ওই পান গুমটির মধ্যেই অসুস্থ অবস্থায় সে মারা গিয়েছিল। উল্লেখ্য যে, মাঝেমধ্যে সে তার ওই পান গুমটি বা লটারি দোকানটির ভেতরেই শুয়ে পড়ত। অনুমান করা হচ্ছে, ওই অবস্থাতেই অসুস্থ পুটকা’র মৃত্যু হয়েছে! আজ সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

[ আরও পড়ুন -   আনলক ৫ এ খুলতে চলেছে সিনেমা হল থেকে স্কুল, নির্দেশিকা জারি করল কেন্দ্র ]