দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের চকতারিনীর বাসিন্দা ছিলেন অরবিন্দ সিংহ রায় (৪৭)। শালবনীর টাঁকশাল সহ ওই এলাকায় একজন স্বনামধন্য ঠিকাদার হিসেবে পরিচিত ছিলেন তিনি। অন্যান্য ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। এলাকায় খোকা সিং নামে এক ডাকে চিনত সকলে। গতকাল রাতে, সেই খোকা সিং এর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হল খড়্গপুর গ্রামীণের ডেবরা টোল প্লাজার সামনে বুড়ামাল এলাকায় ৬ নং জাতীয় সড়ক থেকে। একটি অভিজাত চারচাকা গাড়ির মধ্য থেকেই তাঁর রক্তাক্ত ও গলা কাটা মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর লোকাল থানার পুলিশ। জানা গেছে, গতকাল দুপুরে, বকেয়া টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ফোন করে ডাকে কয়েকজন। তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি খোকা সিং এর। অবশেষে, পুলিশের তরফে মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। পরিবারের তরফে খুনের মামলা রুজু করা হবে বলে জানা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার প্রভাভশালী ও বিত্তশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন খোকা সিং। তবে শালবনির বেশিরভাগ মানুষ জানাচ্ছেন তিনি অত্যন্ত পরোপকারী ছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতেন তিনি। এলাকার একাধিক ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন অরবিন্দ বাবু। গতকাল (রবিবার), দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরোন তিনি। জানা গেছে, ব্যবসায়িক কারণে, অনেকের কাছ থেকেই টাকা পেতেন তিনি। তাদের মধ্যেই কেউ বা কারা ফোন করে ডাকে তাঁকে। নিজের চারচাকা গাড়িটি সার্ভিসিং এর জন্য দেওয়ায়, পরিচিত একজনের গাড়ি নিজেই চালিয়ে (ড্রাইভ) নিয়ে গিয়েছিলেন তিনি। এরপরেই গতকাল রাতে এই ঘটনা ঘটে! হাত-পা বেঁধে গলায় ধারালো কিছু চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার আকস্মিকতায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। স্ত্রী, একটি ছেলে ও একটি মেয়েকে রেখে গেলেন অরবিন্দ বাবু। পুলিশ তদন্ত শুরু করেছে।







