দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি: কেশপুর আছে কেশপুরেই! পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক হানাহানির মুক্তাঞ্চল হিসেবে কুখ্যাত কেশপুরে গতকাল (২০ ফেব্রুয়ারি) রাতেই পৌঁছেছে ১ কোম্পানি আধাসেনা (সিআরপিএফ)। আর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছনোর রাতেই উঠল অশান্তি-ভাঙচুরের অভিযোগ। এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর সহ মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ালো কেশপুর ব্লকের বাগপোতা গ্রামে। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপির অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এক বিজেপি কর্মীর বাড়িতে তাণ্ডবের পাশাপাশি মারধোর করে বলে অভিযোগ। এই মারধরের ঘটনায় রেহাই পায়নি পরিবারের মহিলারাও! অন্যদিকে, তৃণমুল ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী জানান, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তৃণমূলের কেউ কোনো বিশৃঙ্খলাকে প্রশয় দেয় না।”

প্রসঙ্গত, নির্বাচনের দিনক্ষণ ও প্রার্থী ঘোষণার আগেই কেশপুর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মোতায়েন করা হয়েছে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ সকাল থেকেই রাজ্য পুলিশ’কে সঙ্গে নিয়ে শুরু করেছে রুটমার্চ বা টহলদারি। গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের আশ্বস্ত করারা কাজও চলছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা দায়বদ্ধ বলে জানিয়েছেন, বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। এদিকে, বাহিনী পৌঁছনোর রাতেই অশান্তির ঘটনায় যথেষ্ট উত্তেজনা আছে এলাকায়! যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।








