করোনা ঝড়ে কুপোকাত দুই মেদিনীপুরের “ট্রিপল সেঞ্চুরি”! খড়্গপুর “একাই একশো”, শহর মেদিনীপুর আর ঝাড়গ্রাম “হাফ সেঞ্চুরি”, বঙ্গ আজ ১৫ হাজারের পথে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৪ এপ্রিল: করোনা ঝড়ে সত্যিই এবার কুপোকাত হল অবিভক্ত মেদিনীপুর সহ সারা বাংলা! শনিবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন (গতকাল ছিল, ১২৮৭৬)। যে হারে প্রতিদিন সংক্রমণ বাড়ছে মে মাস নাগাদ দৈনিক সংক্রমণ ২০ হাজারে পৌঁছে যাবে বলে বিশেষজ্ঞদের ধারণা! গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯ জনের (গতকালও ছিল ৫৯)। কলকাতা (২৯৭০, ২০) ও উত্তর চব্বিশ পরগণা (২৮২১, ১২) ছাড়াও এই মুহূর্তে বঙ্গের প্রতিটি জেলাতেই বিপদসীমার উপর দিয়ে বইছে করোনা স্রোত। গত তিনদিনে শুধু পূর্ব মেদিনীপুরই সংক্রমণের নিরীখে “হাজার” অতিক্রম করে গেছে। গত চব্বিশ ঘণ্টায় পূর্ব মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ৩৪৬ জন (শুক্রবার- ৪১৯, বৃহস্পতিবার- ৩৪৭)। গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের (তিনদিনে মিলিয়ে ৫ জন)। অপরদিকে, সংক্রমণ বাড়ছে ঝাড়গ্রামেও! গত চব্বিশ ঘণ্টায় জঙ্গলমহলের এই জেলায় করোনা সংক্রমিত হয়েছে ৫০ জন (শুক্রবার- ২৮, বৃহস্পতিবার- ২২)। যদিও কোনও এক অদ্ভুত কারণে, দুই মেদিনীপুরে সংক্রমণ বিপজ্জনক হারে বাড়লেও ঝাড়গ্রাম নিজেকে কিছুটা “সুরক্ষিত” রাখতে সক্ষম হয়!

thebengalpost.in
রাজ্যের করোনা বুলেটিন :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত শনিবার সকালের (পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে আমরা প্রথম থেকেই জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তুলে ধরি) রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৩৩১ জন! আইপিএল (IPL) আবহে করোনা’র এই ধুন্ধুমার ব্যাটিং গেইল-ডিভিলিয়ার্স ঝড়ের কথা মনে করিয়ে দিচ্ছে নিঃসন্দেহে! অতীতের সমস্ত রেকর্ড একেবারে ভেঙে চুরমার করে দিয়ে, গত চব্বিশ ঘণ্টায় ট্রিপল সেঞ্চুরি হাঁকাল পশ্চিম মেদিনীপুর, যা ২০২০ তেও হয়নি। ধোনির স্মৃতি বিজড়িত রেলশহর খড়্গপুর আজ “একাই একশো”! রেলের ৩৪ সহ সংক্রমিত ১০২। মেদিনীপুর শহরও কম যায়না! অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছে ৬২ জন। মেদিনীপুর সদর (চাঁদড়া, গোহালডাঙা) ও মেদিনীপুর মেডিক্যাল কলেজের ২-৪ জন বাদ দিলে পুরোটাই শহরের! এবার রাঙামাটি, বিধাননগর, শরৎপল্লী ছাড়িয়ে শহরের দেশবন্ধু নগর, হবিবপুর, মির্জাবাজার, পাটনা বাজার, রবীন্দ্র নগর, সিপাই বাজার, কর্ণেলগোলা, গোলকুয়াচক সর্বত্র ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। ঘাটাল, দাঁতন, বেলদা, ডেবারতেও আজ করোনা ঝড়! দাঁতনে ২২, বেলদা ১০, ডেবরা ১০ (কল্যাণপুর, দাবাদাড়ি, ধামতোড়, বালিচক, হরিহরপুর, গোস্বামীচক, ভগবানবসান, ইরাপুর, হামিমপুর, রাধামোহনপুর); সবং ৪ (দেভোগ, গোবিন্দপুর, চাঁদখুরি, কুচলাচক); পিংলা ৪ (জলচক, কিষাণচক, রাজপুর ২); কেশপুর ২ ও কেশিয়াড়ি তে ২ জন করোনা সংক্রমিত গত চব্বিশ ঘণ্টায়। এছাড়াও, গোয়ালতোড়ে (গড়বেতা- ২) ৯ জন (কাদোশোল- ২, কিয়ামাচা, দুদপাতরি, আমজোড়, শালবনী, কদমডিহা, পোড়াডিহা, বাঘপিছলা); চন্দ্রকোনা রোডে (গড়বেতা- ৩) ৪ জন, গড়বেতায় (গড়বেতা- ১) ৭ জন এবং শালবনীতে ৫ (পিড়াকাটা, ভাদুতলা, বি আর বি ৩) জন করোনা আক্রান্ত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। ঘাটাল মহকুমায় ৭১ (চন্দ্রকোনা ও ক্ষীরপাই ২৫, দাসপুর ১ও২- ২৪, ঘাটাল- ২২) জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়।

আরও পড়ুন -   সিপিআইএমের তিন বড় নেতা একসঙ্গে করোনা আক্রান্ত, রাজ্য দপ্তরে প্রবেশের উপর জারি হল নিষেধাজ্ঞা