ফের করোনা বিস্ফোরণ পশ্চিম মেদিনীপুরে! সংক্রমিত ৫৭৭, শুধু মেদিনীপুরে ১২৫ আর খড়্গপুরে ১১৫; ঘাটাল মহকুমায় ১৩৭ জন আক্রান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ মে: পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের বুধবারের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৫৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের। মঙ্গলবারের (৩৬৪) তুলনায় এক ধাক্কায় সংক্রমণ বাড়ল অনেকটাই! এর আগে, জেলায় সর্বাধিক ৫৭৮ জন করোনা সংক্রমিত হয়েছিলেন গত ২৭ শে এপ্রিল। ৭ দিন পর ফের করোনা বিস্ফোরণ জেলায়! জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে (RAT) পজিটিভ রিপোর্ট এসেছে ১৯৭ জনের, আরটি-পিসিআরে (RT-PCR) পজিটিভ এসেছে ৩৪৫ জনের এবং ট্রুন্যাটে (TRUENAT) পজিটিভ এসেছে ৩৫ জনের। গত ৭ দিনে জেলায় মোট করোনা সংক্রমিত হলেন- ২৬০৯ (৩৪৯, ৩৬৬, ৩৪৩, ৩৮০, ২৩০, ৩৬৪, ৫৭৭) জন।

thebengalpost.in
প্রবল করোনা সংক্রমণের মুখে চালু হল আয়ুশ :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় একসাথে করোনা ঝড়ে বেসামাল হয়েছে, মেদিনীপুর সদর, খড়্গপুর এবং ঘাটাল মহকুমা। সবথেকে খারাপ অবস্থা জেলা শহর মেদিনীপুর এবং রেল শহর খড়্গপুরের! মেদিনীপুর শহর জুড়ে করোনা সংক্রমিত হয়েছেন ১২৫ জন। মির্জা বাজার, হবিবপুর এবং নজরগঞ্জের অবস্থা সবথেকে ভয়াবহ! সংক্রমিত প্রায় ১০-১২ জন করে। এরপরই আছে, মাইকেল মধুসূদন নগর, বিধাননগর, শরৎপল্লী, রাঙামাটি, বার্জটাউন প্রভৃতি এলাকা। তারপর, আবাস, কুইকোটা, সিপাই বাজার, দেশবন্ধু নগর, অশোকনগর, নতুন বাজার, পাটনা বাজার, কোতবাজার নবীনাবাগ, টাউন কলোনী, সূর্যনগর প্রভৃতি এলাকায় করোনা সংক্রমিতের সন্ধান পাওয়া গেছে। পুলিশ লাইনের ৫ জন এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজের সেন্ট্রাল ল্যাবরেটরিতে ১ জন করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়াও, মেদিনীপুর মেডিক্যাল কলেজ সূত্রে আরও ২০ জনের রিপোর্ট পজিটিভ, তবে তাদের ঠিকানা সঠিকভাবে জানা যায়নি। অন্যদিকে, করোনা’র ঢেউ আছড়ে পড়েছে মেদিনীপুর সদর ব্লকেও। একদিকে গুড়গুড়িপাল,‌ ফুলপাহাড়ি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এলাকা, কিয়াবনী, ঝরিয়া, দ্বারিগেড়িয়া, ছোটো বাড়ুয়া অন্যদিকে ছেড়ুয়া। সদর ব্লকে মোট ৩৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। অন্যদিকে, খড়্গপুরে (রেল ২৫, আইআইটি ৫, গ্রামীণ ১০, শহর ৭৫) মোট ১১৫ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়।

thebengalpost.in
জেলাশাসকের সঙ্গে জেলার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন নবনির্বাচিত বিধায়করা :

এদিকে, ডেবরায় ২৫ জন, সবংয়ে ১৮ (শীতলদায় ৩, গৌরবাড়ে ৩, সবংয়ে ২ সহ হরিহাট, বাগবেড়িয়া, বেলাডিহি, রুইনান, রায়পাড়ায় ১ জন করে) জন, পিংলায় ৯ (গঙ্গাদাসচক ২, বাজগেড়িয়া ৩ জন সহ মালিগ্রাম, মুন্ডুমারি, ডাংরা প্রভৃতি) জন করোনা আক্রান্ত হয়েছেন। বেলদায় ৭ জন, দাঁতনে ১৪, কেশিয়াড়িতে ৭ জন এবং কেশপুরে ৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। অপরদিকে, শালবনীতে ১১ (CISF, BRB, COBRA- ২, মৌপাল ১, দেউলকুন্ডা ১, শালবনী ৫) জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। গড়বেতায় ২০ জন, গোয়ালতোড়ে ১৩ জন সহ গড়বেতার তিনটি ব্লক মিলিয়ে ৩৩ জন এবং ঘাটাল মহকুমায় ১৩৭ (চন্দ্রকোনা ২২, ক্ষীরপাই ১১, ঘাটাল ও দাসপুর মিলিয়ে ১০৪) জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ। এদিকে, ভয়াবহ এই সংক্রমণের মুখে জেলার নবনির্বাচিত বিধায়করা জেলার জেলাশাসক ডঃ রশ্মি কমল এবং পুলিশ সুপার দীনেশ কুমারের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানা গেছে। তাঁরা অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন -   পঞ্চমীতেও স্বস্তি নেই! অরবিন্দনগর, রাঙামাটি, তাঁতিগেড়িয়া, কুইকোটা, পাটনাবাজার সহ মেদিনীপুর শহরে ১৬, খড়্গপুরে ২৩ এবং জেলায় ১২০ জন করোনা সংক্রমিত